ডোমেইন কিভাবে ব্লগারে কানেক্ট করবেন

ডোমেইন কিভাবে ব্লগারে কানেক্ট করতে হয় তা সম্পর্কে হয়তো অনেকেই জানেন না।তবে আপনি যদি ব্লগিং করতে চান সেক্ষেত্রে ব্লগার সাইট তৈরী করার জন্য কিভাবে ব্লগারে ডোমেইন কানেক্ট করবেন তা জানতে চান তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য।

ডোমেইন-কিভাবে-ব্লগারে-কানেক্ট-করব

অনেক ব্লগার রয়েছেন যারা পেইড ডোমেইন ক্রয় করে থাকেন। তখন এই ডোমেইন গুলো নিজেদের ব্লগে যোগ করার প্রয়োজন পড়ে। তাই চলুন ডোমেইন কিভাবে ব্লগারে কানেক্ট করবেন তা সম্পর্কে বিস্তারিত ভাবে জেনে নিই।

পেজ সূচিপত্র : ডোমেইন কিভাবে ব্লগারে কানেক্ট করবেন

ডোমেইন কিভাবে ব্লগারে কানেক্ট করবেন

অনেক গুলো ওয়েবসাইট রয়েছে যে গুলো তে সাধারণত ফ্রী তেই ব্লগ লিখে ইনকাম করা সম্ভব হয়ে থাকে। কিন্তু তারপরও অনেকে নতুন পেইড ডোমেইন ক্রয় করে থাকেন। কিন্তু তাদের অনেকের মধ্যেই এই বিষয়ে ভালো ধারণা থাকে না যে তারা কিভাবে এই ডোমেইন তাদের ব্লগিং সাইটে কানেক্ট করে নিবেন।

তাই এই কাজটি করার জন্যে আপনাকে বেশ কয়েকটা ধাপ অনুসরণ করতে হবে। চলুন এক নজরে সে ধাপ গুলো সম্পর্কে বিস্তারিত জেনে নিই।

১. প্রথমে আপনাকে আপনার ব্লগ একাউন্টটি লগ ইন করে নিতে হবে। আপনার যদি একাধিক ব্লগ একাউন্ট থেকে থাকে তাহলে আপনাকে প্রথমে সে একাউন্টটি লগ ইন করতে হবে যে একাউন্টে আপনি আপনার ডোমেইনটি সংযুক্ত করতে চান।

২. এরপর আপনার ব্লগ সাইটের বাম পাশে মেনু বারের সেটিংস থেকে পাবলিশিং অপশনে চলে যান।সেখানে গিয়ে কাস্টম ডোমেইন নামক অপশনটিতে ক্লিক করুন। সেটিংস অপশনের ভিতরে একটু নিচ দিকে তাকালেই এই অপশনটি আপনার চোখে পড়বে।

৩. কাস্টম ডোমেইনে ক্লিক করার পর আপনার সামনে একটি পপ আপ উইন্ড ওপেন হবে এখানেই আপনি আপনার ডোমেইন নেমটি বসাবেন। আপনার কাঙ্খিত ডোমেইন এর সাথে অবশ্যই WWW. সংযুক্ত করে হবে। তারপর সেভ বাটনে ক্লিক করে করুন। উদাহরণ হিসেবে বলি

যদি আপনার ডোমেইন নেম হয়ে থাকে greenlanit.com, তাহলে আপনাকে সেই পপ- আপ উইন্ডে বসাতে হবে www.greenlanit.com।

৪. সেভ বাটনে ক্লিক করার পর ব্লগার আপনার ডোমেইনটি ভেরিফাই করতে ব্যর্থ হবে। তখন সে আপনার লেখা ডোমেইন নেম এর নিচের দিকে দুইটি CNAMEs রেকর্ড সহ একটি Error মেসেজ দেখাবে। তার সাথে ৪ টি গুগল আই পি এস A রেকর্ড দেখাবে। এটি ফিক্স করার জন্যে এই গুলো ডোমেইন নেমে এড করে নিতে হবে।

এগুলো আপনার DNS ম্যানেজমেন্ট থেকে খুব সহজেই রেকর্ড গুলো পেতে পারেন। (DNS ম্যানেজমেন্ট) সেটিংস নিম্নে আলোচনা করা হবে। এখানে আপনাকে একটু লক্ষ্য রাখতে হবে যে, আপনি আসলে কেন DNS রেকর্ড যোগ করতে চাচ্ছেন। ডোমেইন ও ডিএনএস রেকর্ড যোগ করার আগে আপনি কোন কাজে এটি

ব্যবহার করবেন তাও ধারণা রাখতে হবে। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো ব্লগার নিয়ে তাই ব্লগারে ডিএনএস সার্ভার যোগ করার জন্যে ডোমেইনের Default নেমসার্ভার ব্যবহার করতে হবে। ডোমেইনে ডিফল্ট নেম সার্ভার আপডেট করার জন্যে করণীয় প্রয়োজনীয় ধাপ গুলো যথাক্রমে নিম্নরূপ :

১. প্রথমে আপনার ব্লগিং একাউন্টের হোস্টিং একাউন্টে কাস্টম এরিয়াতে গিয়ে সেখানে লগ ইন করে নিবেন। তারপর আপনার Dashboard থেকে ডোমেইন সেকশনে চলে যাবেন। কিংবা আপনি চাইলে বাম পাশে ডোমেইন ড্রপ ডাউন মেনু তে ক্লিক করে সেখান থেকে My ডোমেইনস এ চলে যাবেন।

২. My ডোমেইনস অপশনটিতে যাওয়ার পর আপনি এখানে আপনার সাইটের ডোমেইন গুলোর একটি তালিকা দেখতে পাবেন। এই তালিকা থেকে আপনি যে ডোমেইনটি আপনার সাইটে এড করে নিতে চান তার বাম পাশে থ্রী ডট মেনুতে ক্লিক করে করবেন। তারপর সেখান থেকে ম্যানেজমেন্ট ডোমেইন অপশনটি তে ক্লিক করুন।

৩. এখন ডান পাশের অপশন মেনু বার থেকে আপনি Nameservers বাটনে ক্লিক করুন। এবার এখান থেকে আপনার কাঙ্ক্ষিত ডোমেইনটি সিলেক্ট করুন। তারপর Change নেম সার্ভার বাটনে ক্লিক করুন। তারপর একটি সাকসেস মেসেজ দেখতে পাবেন যেখানে বলা হয়েছে ডোমেইনের ডিফল্ট নেম সার্ভার সেট হয়েছে। আপনার নেম সার্ভারটি আপডেট হয়েছে কি না তা

জানার জন্য এই লিংকে ক্লিক করে দেখে নিন। এবার রেকর্ড এড করার জন্য আবার আপনার সাইটে প্রথম পেজে ফিরে আসুন। তারপর সেখানে ডান পাশে ম্যানেজ ডিএনএস সার্ভারে ক্লিক করে DNS ম্যানেজমেন্ট সেকশনে চলে যান। এখানে আপনি এড রেকর্ড নামক আপশনটি পেয়ে যাবেন। Cনেম রেকর্ড যোগ করার জন্য নিম্ন উল্লিখিড স্টেপ গুলো ফলো করুন:
  • NAME : www টাইপ করুন।
  • Type : এখানে CNAME সিলেক্ট করে নিন।
  • TTL : এটি যেমন আছে ঠিক তেমন করেই রেখে দিন, এখানে কোনো পরিবর্তন করার প্রয়োজন নেই।
  • Address/ Value : ghs.google.com টাইপ করুন।
দ্বিতীয় CName টি রেকর্ড করার জন্যে নিম্ন লিখিত স্টেপ গুলো ফলো করুন :
  • Name : ব্লগার থেকে যে দুটি সিনেম পেয়েছিলেন, সেখান থেকে ২য় টি দেন।
  • টাইপ : সি নেম সিলেক্ট করে নিন।
  • TTL : পরিবর্তন করার প্রয়োজন নেই 
  • ভ্যালু/অ্যাড্রেস : আপনার ব্লগার একাউন্টের ডোমেইন সেট আপ পেইজ থেকে ডিস্টিনেশন হিসেবে যে রেকর্ডটি দেওয়া হয়েছে তা দেন।
A রেকর্ড যোগ করার জন্যে নিম্ন লিখিত স্টেপ গুলো ফলো করুন :
  • Name : আপনার ডোমেইন নেম টাইপ করুন অথবা # বা * টাইপ করে নিন।
  • Type : A সিলেক্ট করে নিন।
  • TTL : পরিবর্তন করার প্রয়োজন নেই 
  • ভ্যালু/অ্যাড্রেস : প্রথমে IP অ্যাড্রেস দিন। এই ভাবে বাকি যে আরো তিনটি আই পি অ্যাড্রেস রয়েছে সে গুলোও ক্রমান্বয়ে উল্লেখ করে দিন।

ডোমেইন নেম রেজিস্ট্রি কি

ডোমেইন কিভাবে ব্লগারে কানেক্ট করবেন তা সম্পর্কে ইতিমধ্যে আপনি বিস্তারিত তথ্য জানতে পেরেছেন। এবার জানবেন ডোমেইন নেম রেজিস্ট্রি কি? ডোমেইন নেম রেজিস্ট্রি হলো সমস্ত ডোমেইন নাম ও ইন্টারনেটের ডোমেইন নেম সিস্টেম এর টপ লেভেল ডোমেইন সংশ্লিষ্ট নিবন্ধক তথ্যের একটি ডাটাবেজ। এটি সাধারণত তৃতীয় কোনো
ডোমেইন-নেম-রেজিস্ট্রি-কি
পক্ষের কাছে প্রশাসনিক ভাবে নিয়ন্ত্রণ করা হয়ে থাকে। বেশীর ভাগ রেজিস্ট্রি ডিএনএস এর টপ লেভেল ডোমেইন ও এটি দ্বিতীয় লেভেলে কাজ করে থাকে। একজন রেজিস্ট্রি অপারেটর সাধারণত এই কাজ গুলো করে থাকে৷ তিনি ডোমেইন এর সমস্ত প্রশাসনিক ডেটা সংরক্ষণ করে থাকে এবং একটি জোন ফাইল তৈরি করে যাতে প্রতিটি ডোমেইন এর জন্যে সার্ভার ঠিকানা থাকে।

ডোমেইন নেম কত ধরণের হয়

ডোমেইন কে সাধারণত চারটি ভাগে ভাগ করা হয়ে থাকে। এই গুলো যথাক্রমে নিটে আলোচনা করা হলো :

১. জেনারিক টপ লেভেল ডোমেইন ( gTLDs):এটি সবচেয়ে বেশী ব্যবহার করা ডোমেইন নেম। এটি যে কোনো ওয়েব সাইটে ফিট করে। এই লেভেলের ডোমেইন গুলোর মধ্যে কিছু সুপরিচিত ডোমেইন গুলো হলো যথাক্রমে ডট কম (.com), ডট অর্গ (.org) এবং ডট নেট (.net)। তা ছাড়া এর পাশাপাশি আরো কিছু টপ লেভেল ডোমেইন রয়েছে যে গুলো হলো ডট এক্স ওয়াই জেড (. xyz), ডট বিজ (. biz) ও ডট টেক (. tech) ইত্যাদি।

২. স্ট্যান্ডার্ড টপ লেভেল ডোমেইন ( sTLDs):এই লেভেলের ডোমেইন গুলো একটি সংস্থা কিংবা গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ হয়ে থাকে। যেমন ডট গভ (.gov) এটি সরকারি ওয়েবসাইটের জন্যে। ডট ইডু ও ডট পোস্ট যথাক্রমে শিক্ষা প্রতিষ্ঠানের জন্যে ও ডাক সেবার জন্যে।

৩. কান্ট্রি কোড টপ লেভেল ডোমেন ( ccTLDs):আই এস ও কোডের অধীনে একটি অঞ্চল বা অবস্থান একটি নির্দিষ্ট অংশ নোট করে থাকে। যেমন বাংলাদেশের জন্যে ডট বিডি (. bd), USA এর জন্যে ডট ইউএস (. us) ও ইন্ডিয়ার জন্যে ডট ইন (. in) ইত্যাদি।

৪. ইনফ্রাস্ট্রাকচার ডোমেইনঃএটি হলো একটি ডোমেইন নেম নিয়ে গঠিত যা ARPA প্রতিনিধিত্ব করে থাকে। এই ডোমেইন নেমটি প্রাথমিক ভাবে ইন্টারনেট অবকাঠামো সংরক্ষণের জন্যে কাজ করে থাকে।

ডোমেইন নেম কি বিস্তারিত জানুন

ডোমেইন নেম বলতে বুঝানো হয়ে থাকে কোনো একটি ওয়েব সাইটের নাম কে। এটি সাধারণত ক্লাইন্ট কম্পিউটারকে ওয়েব সার্ভারের সাথে সংযোগ স্থাপন করতে ব্যবহার করা হয়। একটি ডোমেইন নেম সংক্রান্ত সকল কিছু নিয়ন্ত্রণ করে থাকে ডোমেইন নেম সিস্টেম। প্রত্যেক ওয়েব সাইটের সাধারণত একটি নির্দিষ্ট আইপি ঠিকানা থাকে।

কিন্তু এই আইপি ঠিকানা অনেক সংখ্যার সমন্বয়ে তৈরি হয়ে থাকে। এটি মনে রাখা অনেক কষ্টকর হয়ে থাকে। তাই ডোমেইন নেম বিষয়টি চলে এসেছে। এই ডোমেইন নেম সাধারণ এক বা দুই শব্দের হয়ে থাকে। যার ফলে এটি মনে রাখা খুবই সহজ। আবার এক বা একাধিক কম্পিউটারকে ইন্টারনেটে চেনার জন্য ডোমেইন নেম ব্যবহার করা হয়।

হোস্টিং কি জেনে নিন

হোস্টিং হলো স্টোরেজ বা স্পেস যেখানে সাধারণত আমাদের বিভিন্ন ডাটা গুলোকে স্টোর করে রাখা হয়। যখন কোনো ভিজিটর আপনার সাইট ভিজিট করার জন্যে আপনার ওয়েব সাইটে প্রবেশ করে থাকে তখন আপনার ডাটা বা ফাইল গুলো সেই হোস্টিং থেকে লোড নেয়। আপনার এই হোস্টিং স্পিড এর উপরেই আপনার সাইটের স্পিড নির্ভর করে থাকে। সে জন্যে ভালো হোস্টিং সিলেকশন করাটা খুবই গুরুত্বপূর্ণ।

ডোমেইন হোস্টিং কেন প্রয়োজন

ডোমেইন হোস্টিং বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ। আমরা যখন ইন্টারনেটে কোনো তথ্য খুঁজে থাকি তখন সাধারণ এই ডোমেইন হোস্টিং এর মাধ্যমেই তথ্য গুলো আমাদের সামনে চলে আসে। একটি ওয়েবসাইট তৈরি করা ও তা পরিচালনা করার জন্যে ডোমেইন হোস্টিং এর প্রয়োজন পড়ে। একটি ওয়েবসাইট তৈরি করা হয় বিভিন্ন ধরণের

কোড, ইমেজ, ভিডিও ও অডিও ইত্যাদি দিয়ে। এই ফাইল গুলো ইন্টারনেটে রাখার প্রয়োজন পড়ে। ইন্টারনেটে যেহেতু হাজার হাজার ফাইল থাকে তাই এই গুলো একটি নির্দিষ্ট ঠিকানায় রাখতে হয়। আর উক্ত ঠিকানাটিই হলো ডোমেইন হোস্টিং।

লেখকের শেষ মন্তব্য

আমাদের আজকের আর্টিকেলটি লেখা হয়েছে ডোমেইন কিভাবে ব্লগারে কানেক্ট করবেন এই বিষয়টিকে ঘিরে। আশা করি বিষয়টি সম্পর্কে বিস্তারিত অনেক কিছু জানতে পেরেছেন। এবং ব্লগার ওয়েবসাইট তৈরী করার জন্য ব্লগারে কিভাবে ডোমেইন কানেক্ট করবেন তা জেনে গিযেছেন।

তবে এই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে বা কোনো প্রশ্ন থাকলে তা জানাতে পারেন। পাশাপাশি এটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

গ্রীনল্যান আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়

comment url