২০২৫ সালের সবচেয়ে সেরা সিলিং ফ্যান - কমদামে ভালো ফ্যান কিনুন

আপনি কি ২০২৫ সালের সিলিং ফ্যানের দাম সম্পর্কে বিস্তারিত জানতে চাচ্ছেন অথবা কোন কোম্পানির সিলিং ফ্যানগুলো সবচেয়ে ভালো হবে এবং কম দামের মধ্যে কোন ফ্যান কিনবেন তা জানতে চান। তাহলে আজকের আর্টিকেলে আপনাকে স্বাগতম।

সিলিং-ফ্যানের-দাম-২০২৫-বাংলাদেশে

আজকের এই আর্টিকেলে আমরা ২০২৫ সালের সেরা মানের সিলিং ফ্যান এবং সকল ফ্যানের মূল্য তালিকা নিয়ে আলোচনা করব। তাই আপনি যদি আপনার কাঙ্খিত ফ্যানের দাম জানতে চান তাহলে অবশ্যই এই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়তে থাকুন।

পেজ সুচিপত্রঃ

সিলিং ফ্যানের দাম ২০২৫ বাংলাদেশে

সাধারণত আমরা গরমের থেকে একটু স্বস্ত্বি পেতে ফ্যান ব্যবহার করে থাকি। সেটা টেবিল ফ্যান হোক বা সিলিং ফ্যান হোক অথবা অন্য যেকোন ফ্যানই হোক। গ্রীষ্মের অতিরিক্ত রোদ্রতাপের কারণে গরমে যখন আমরা অতিষ্ঠ হয়ে যায় তখন শরীরকে জোড়াতে আমাদের বাতাসের প্রয়োজন হয়। যেহেতু আল্লাহর বাতাসের কাছে ফ্যানের বাতাস কিছুই না।

কিন্তু বাসা বাড়িতে অফিস আদালতে বিভিন্ন প্রতিষ্ঠানে ও কলকারখানায় চারিদিক ঘেরা থাকার ফলে বাইরের বাতাস ঘরের ভেতরে প্রবেশ করতে পারে না। সেজন্য কৃত্রিম উপায়ে বাতাস উৎপাদনের জন্য ফ্যান তৈরি করা হয়েছে। যা বর্তমান সময়ে সারা বিশ্বের মানুষের কাছে জনপ্রিয় একটি ইলেকট্রিক্যাল পণ্য হয়ে উঠেছে এবং এর চাহিদা

দিন দিন ব্যাপকহারে বৃদ্ধি পাচ্ছে। কিন্তু অন্যান্য সকল ফ্যানের চাইতে সিলিং ফ্যানের চাহিদায় বেশি। কারণ সিলিং ফ্যান ঘরের সিলিংয়ে ঝুলিয়ে রাখার ফলে বাতাস পুরো ঘরের মধ্যে মিলে যায়। তবে আপনার ক্ষেত্রে বলি আপনি যদি গরমের কারণে অতিষ্ঠ হয়ে গরমের থেকে একটু স্বস্তি পেতে একটু আরাম পেতে সিলিং ফ্যানের খোঁজ করে থাকেন তাহলে

এই আর্টিকেলটি আপনার জন্য। কারন এই আর্টিকেলে বিভিন্ন কোম্পানির সিলিং ফ্যানের দাম এবং সিলিং ফ্যানের মডেল সম্পর্কে এবং কোন সিলিং ফ্যানটি আপনার জন্য ভালো হতে পারে সে সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। তবে আপনার সুবিধার্থে আরও একটি কথা বলে রাখি, কোন ফ্যান ব্যবহার করলে বিদ্যুৎ সাশ্রয়ী হবে বিদ্যুৎ বিল কম আসবে

আরো পড়ুনঃ১২ কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারের বর্তমান বাজার দাম ২০২৪

সে সম্পর্কে আপনার অবশ্যই জানা উচিত। কারণ আজকাল বিদ্যুতের বিল অতিরিক্ত আসার কারণ হলো বিদ্যুৎ সাশ্রয়ী ইলেকট্রিক্যাল সামগ্রি ব্যবহার না করা। যার মধ্যে একটি হলো ফ্যান। তাই অবশ্যই আপনাকে ফ্যান কেনার আগে কোন ফ্যান গুলো সব থেকে বেশি বিদ্যুৎ সাশ্রয়ী সে সম্পর্কে আগে জেনে নিতে হবে।

যমুনা সিলিং ফ্যানের দাম কত জেনে নিন

প্রথমে যমুনা সিলিং ফ্যান সম্পর্কে বলি, যমুনা সিলিং ফ্যান হলো অনেক শক্তিশালী একটি ফ্যান যা পাওয়ারফুল মর্টারের দ্বারা তৈরি করা হয়েছে এবং অনেক দ্রুততার সাথে ঠান্ডা বাতাস তৈরি করতে সক্ষম। এটি ১০০% খাঁটি কপার দিয়ে তৈরী করা হয়েছে আর ৩৪০ আরপিএম গতিতে ঘুরতে পারে এবং ঘরের চারিপাশে দ্রুত বাতাস ছড়াতে সক্ষম।

তবে যমুনা সিলিং ফ্যানের বিভিন্ন মডেল রয়েছে মডেল অনুযায়ী দাম কম বেশি হয়ে থাকে। নিচে আমি যমুনা সেলিং ফ্যানের মডেল এবং দাম একটি টেবিল আকারে তুলে ধরলাম এক নজরে আপনি দেখে নিন।

ক্রমিক নংফ্যানের মডেলফ্যানের দাম
যমুনা সিলিং ফ্যান ৩৬ ইঞ্চি সাদাবর্তমান বাজার দাম ২৪৮০ টাকা
যমুনা ফ্যান অ্যালুমিনিয়াম সাদা ও কফি কালার ৫৬ ইঞ্চিবর্তমান বাজার দাম ৩১০০ টাকা
যমুনা সিলিং ফ্যান 56 ইঞ্চি সবুজ সাদা ও কফি কালার এর সংমিশ্রণবর্তমান বাজার দাম ৩০৪০ টাকা
যমুনা সুপার ডিলাক্স অ্যালুমিনিয়াম ৫৬ ইঞ্চি সিলিং ফ্যানবর্তমান বাজার দাম ৩০৪০ টাকা
যমুনা ৪৮ ইঞ্চি সিলিং ফ্যানবর্তমান বাজার দাম ২৭৫৫ টাকা
যমুনা ওসেন Blue সিলিং ফ্যান 56 ইঞ্চিবর্তমান বাজার দাম ৩০৪০ টাকা
যমুনা WATERFALLসিলিং ফ্যান 56 ইঞ্চি এ্যালুমিনিয়ামবর্তমান বাজার দাম ৩০৪০ টাকা
যমুনা সুপার ডিলাক্স প্লাস ৩৬ ইঞ্চি সাদা সিলিয় ফ্যানবর্তমান বাজার দাম২৪৮০ টাকা

ওয়ালটন সিলিং ফ্যানের দাম কত টাকা

ওয়ালটন সিলিং ফ্যানও যমুনা সিলিং ফ্যানের চাইতে কোন অংশে কম নয়। শুধু ফ্যান নয় ওয়ালটন ফ্রিজ, এসি ও অন্যান্য পণ্য সামগ্রীও ভালো মানের। ওয়ালটন কোম্পানির সিলিং ফ্যান টেবিল ফ্যান ও স্ট্যান্ড ফ্যানের সার্ভিসিং অনেক ভালো। ওয়ালটনের ভালো মডেলের বিভিন্ন ফ্যানগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি রয়েছে যা পরবর্তীতে কোন ধরনের সমস্যা হলে ফ্রি সার্ভিসিং নেওয়া যায়।

আরো পড়ুনঃসিঙ্গার সেলাই মেশিনের দাম কত

ওয়ালটন সিলিং ফ্যান বিভিন্ন রঙের বিভিন্ন ডিজাইনের হয়ে থাকে যা আপনার চাহিদা মত ছোট বড় সকল ঘরে মানানসই হতে পারে এবং এই ফ্যান ব্যবহারে বিদ্যুৎ খরচ অনেক কম হয়। ওয়ালটন সিলিং ফ্যান সুপার এনামেল্ড কপার দিয়ে অত্যাধুনিক প্রযুক্তির দ্বারা তৈরি করা হয়েছে যা অনেক দ্রুত সময়ে ঠান্ডা বাতাস দিতে সক্ষম। ওয়ালটন সিলিং ফ্যানের মডেল ও দাম নিচে উল্লেখ করা হলো।

ক্রমিক নং ফ্যানের মডেল ফ্যানের মূল্য
টুলিপ ওয়ালটন সিলিং ফ্যান ৩৬ ইঞ্চি
২,৫৯০ টাকা
লোটাস ওয়ালটন সিলিং ফ্যান ৫২ ইঞ্চি
২,৭৯০ টাকা
লিলি ওয়ালটন সিলিং ফ্যান ৫৬ ইঞ্চি৩,৫৯০ টাকা
স্মার্ট লিলি ওয়ালটন সিলিং ফ্যান ৫৬ ইঞ্চি৪,৩৯০ টাকা
মেরিগোল্ড ৫২ ইঞ্চি ওয়ালটন সিলিং ফ্যান৫,৬৯০ টাকা
গ্লোরিয়া ৫০ ইঞ্চি  ওয়ালটন সিলিং ফ্যান৬,৪৫০ টাকা
ওয়ালটন সুপার সেভার মেরিগ্লোল্ড সিলিং ফ্যান ৫২ ইঞ্চি৬,৬৯০ টাকা
BLDC সুপারসেভার সিলিং ফ্যান ৫৬ ইঞ্চি ৬,০৯০ টাকা
বিএলডিসি কমফোর্ট ৪৮ ইঞ্চি ওয়ালটন সিলিং ফ্যান৫,৬৯০ টাকা
১০ WCF৫৬০৫ পপুলার ওয়ালটন সিলিং ফ্যান ৫৬ ইঞ্চি ৩,৪৪০ টাকা

বিআরবি সিলিং ফ্যানের দাম ২০২৪ ও ২০২৫

বিআরবি সিলিং ফ্যান এর স্টাইলিশ ডিজাইন ও অত্যাধুনিক প্রযুক্তির দ্বারা তৈরি জন্য এই ফ্যানের চাহিদাও অনেক। এই ধ্যান বিভিন্ন রঙের ও ডিজাইনের পাওয়া যায় এবং বিআরবি সিলিং ফ্যানের কয়েল অত্যন্ত শক্তিশালী যা অনেক চাপ সহ্য করতে পারে সহজে পুড়ে যায় না। মূলত তিন পাখাওয়ালা বিআরবি সিলিং ফ্যান
বিআরবি-সিলিং-ফ্যানের-দাম-২০২৪-ও-২০২৫

৩০০ থেকে ৩২০ আরপিএম গতিতে ঘুরতে পারে এবং ঘরের চারিদিকে ঠান্ডা বাতাস ছড়িয়ে দিতে পারে এর ভোল্টেজ হল ২২০ এবং ৭৪ থেকে ৭৫ ওয়াট এবং বিদ্যুৎ বিল অনেকটাই সাশ্রয় করে। তাই নির্দ্বিধায় আপনি এই ফ্যান কিনতে পারেন। তবে একটা কথা মনে রাখবেন আপনি যেই ফ্যান কিনুন না কেনার আগে অবশ্যই মডেল ও দাম দেখে


জেনে শুনে যাচাই-বাছাই করে কিনবেন তাহলে এতে ঠকে যাওয়ার কোন সম্ভাবনা থাকবে না। বিআরবি সিলিং ফ্যানের মডেল ও দাম নিচে উল্লেখ করা হলো।
ফ্যানের মডেল ফ্যানের দাম
বিআবি লাভলি ৫৬“ সাদা সিলিং ফ্যান ৩,৪০০ টাকা
বিআবি লাভলি ৫৬“ সিলিং ফ্যান ৩,৫৩০ টাকা
বিআবি লাভলি ৪৮“(১২০০ মিমি) সিলিং ফ্যান ৩,০৫০ টাকা
বিআবি লাভলি ৫৬“ Beautiful সিলিং ফ্যান ৩,২৯৫ টাকা
বিআরবি এনার্জি সেভিং ৫৬“সিলিং ফ্যান ৩,৯৫০ টাকা
বিআরবি ৪৮“এক্সক্লুসিভ অ্যালুমিনিয়াম সিলিং ফ্যান ৩,৫৫০ টাকা
বিআরবি lovely 56 ইঞ্চি এক্সক্লুসিভ এনার্জি সেভিং ৩,৫৩০ টাকা

সুপারস্টার সিলিং ফ্যানের দাম জানুন

আপনি কি ফ্যান কেনার চিন্তাভাবনা করছেন কিন্তু কোন ফ্যান কিনবেন তা ভেবে পাচ্ছেন না তাহলে নির্দ্বিধায় আপনি সুপারস্টার ফ্যান কিনতে পারেন। কারণ সুপারস্টার সিলিং ফ্যান ইলেকট্রিক ফ্যানের জগতে যে সকল প্রো ফ্যানগুলো রয়েছে যেমন ওয়ালটন যমুনা বিআরবি ও অন্যান্য আরো যে সকল ভালো ফ্যান রয়েছে তার মধ্যে একটি। সুপারস্টার সকল সিলিং ফ্যানের

৬ থেকে ৭ বছরের ওয়ারেন্টি পাওয়া যায় যা কোন ধরনের সমস্যা হলে পরবর্তীতে ফ্রি সার্ভিসিং নেওয়া যায়। সুপারস্টার সিলিং ফ্যানের অন্যান্য ফ্যানের তুলনায় শব্দ তুলনামূলক অনেক কম এবং দ্রুত বাতাস দিতে সক্ষম। অন্যান্য ফ্যানের মত সুপারস্টার সিলিং ফ্যানের বিভিন্ন কালার ও মডেল রয়েছে মডেল অনুযায়ী দাম নির্ধারণ করা হয়। সুপারস্টার সিলিং ফ্যানের মডেল এবং দাম নিচে দেওয়া হল।
ফ্যানের মডেল ফ্যানের মূল্য তালিকা
সুপারস্টার ৫৬“ লাকি সিলিং ফ্যান৩,৪০০ টাকা
সুপারস্টার ডায়মন্ড ৫৬ ইঞ্চি সিলিং ফ্যান ৩,৬০০ টাকা
ব্লিঙ্ক রিলেক্স প্রো সিলিং ফ্যান ৫৬ ইঞ্চি ২,৮০০ টাকা
সুপারস্টার ভেনাস ৫৬ ইঞ্চি সিলিং ফ্যান৩,৬০০ টাকা
৫৬ ইঞ্চি ডায়না সুপারস্টার সিলিং ফ্যান ৩,৪০০ টাকা
সুপারস্টার প্রিমিয়াম প্রো ৫৬ ইঞ্চি সিলিং ফ্যান৩,৫৫০ টাকা
ব্লিঙ্ক রিলেক্স ৫৬ ইঞ্চি গোল্ডেন সিলিং ফ্যান৩,৩৪০ টাকা
প্রিমিয়াম সুপারস্টার ৫৬ ইঞ্চি সিলিং ফ্যান ৩,৪৫০ টাকা
৫৬ ইঞ্চি ডাইসি সিলিং ফ্যান ৩,৩৫০ টাকা
৪৮ ইঞ্চি ডায়না সুপারস্টার সিলিং ফ্যান৩,১০০ টাকা
সুপারস্টার ৪৮ ইঞ্চি লাকি  সিলিং ফ্যান৩,১৫০ টাকা
সুপারস্টার প্রিমিয়াম প্রো ৩৬ ইঞ্চি সিলিং ফ্যান
৩,০০০ টাকা
সুপারস্টার ৩৬ ইঞ্চি ব্রাইট সিলিং ফ্যান ৩,০০০ টাকা
সুপারস্টার প্রিমিয়াম প্রো ৪৮ ইঞ্চি সিলিং ফ্যান৩,১৫০ টাকা
সুপারস্টার ৫৬ ইঞ্চি ক্লাসিক  সিলিং ফ্যান
৩,১৫০ টাকা

ভিশন সিলিং ফ্যানের দাম ২০২৪ ও ২০২৫

ভিশন একটি বাংলাদেশি উন্নতমানের পণ্য। ভিশনের সিলিং ফ্যান টেবিল ফ্যান স্ট্যান্ড ফ্যান এসি টিভি ফ্রিজ ও অন্যান্য যে সকল পণ্য সামগ্রী রয়েছে সবই উন্নতমানের যেমন টেকসই তেমনই মজবুত ও শক্তিশালী। তবে বর্তমানে আধুনিক বিশ্বে ফ্যান মানুষের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। কারণ ফ্যান ছাড়া মানুষ একটুও ঘরে থাকতে পারবেনা।

ভিশনের সিলিং ফ্যান অন্যান্য কোম্পানির সিলিং ফ্যানের চাইতে একটু আলাদা যার কারণে দাম তুলনামূলক একটু বেশি। ভিশন সিলিং ফ্যানের দাম সর্বনিম্ন ২৪০০ টাকা থেকে শুরু করে ১৭৫০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। যে ফ্যানটি ১৭,৫০০ টাকা মূল্যের তার ঘূর্ণায়মান পাখা ৫ সংখ্যা বিশিষ্ট এবং অনেক দ্রুতগতি সম্পন্ন।
মডেল মূল্য
ভিশন সুপার সিলিং ফ্যান ৫৬“ ৩,০৯০ টাকা
ভিশন সুপার সিলিং ফ্যান ৩৬“ সাদা ২,৪৪০ টাকা
ভিশন রয়েল সিলিং ফ্যান ৫৬“ ৩,৯৯০ টাকা
ভিশন সুপার সিলিং ফ্যান ৫৬“ সাদা ৩,০৯০ টাকা
ভিশন এলিট সিলিং ফ্যান ৫১“ (৫ পাখাযুক্ত) ১৭,১০০ টাকা
ভিশন এরিয়াল সিলিং ফ্যান ৫৬“ ৩,৭৮০ টাকা
ভিশন সুপার সিলিং ফ্যান ৪৮“ ২,৭৪০ টাকা
ভিশন সুপার সিলিং ফ্যান ২৪“ সাদা ২,৪৫০ টাকা
ভিশন ইলিজেন্ট সিলিং ফ্যান ৫৬“ ৩,২৬০ টাকা
ভিশন ডিকোরা সিলিং ফ্যান ৫৬“ ৭,৪৬০ টাকা
ভিশন ড্রিমি সিলিং ফ্যান ৪৮“ ৩,৬৩০ টাকা
ভিশন আলটিমা সিলিং ফ্যান ৫৬“ ৩,০৭০ টাকা
ভিশন গ্লিটার সিলিং ফ্যান ৫৬“(মেরুন) ৩,৫২০ টাকা
ভিশন স্মার্ট সেভার সিলিং ফ্যান ৫৬“ ৩,২৫০ টাকা
ভিশন রয়েল সিলিং ফ্যান ৫৬“(মেরুন) ৪,৪৭০ টাকা
ভিশন হারমোনি সিলিং ফ্যান ৫৬“ ৩,৯৫০ টাকা
ভিশন প্র্রাইম সিলিং ফ্যান ৫৬“ ৩,৭৮০ টাকা
ভিশন ম্যাক্সিমা সিলিং ফ্যান ৫৬“ ৩,৮২০ টাকা

সিলিং ফ্যান ব্যবহারের ক্ষেত্রে কেন সর্তক থাকবেন

আমরা প্রায় সকলেই সিলিং ফ্যান ব্যবহার করি কিন্তু ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা না মানার কারণে অনেক সময় দুর্ঘটনার কবলে পড়ি যার ফলে প্রাণহানিও ঘটে অনেক সময়। তাই সতর্কতা মেনে চলা অবশ্যই জরুরি। কিন্তু একটি সিলিং ফ্যান ব্যবহারের ক্ষেত্রে কি কি সতর্কতা মানতে হয় তা এখন জানার বিষয় তাইনা। তাহলে চলুন এখন জেনে নেওয়া যাক সিলিং ফ্যান দেওয়ার ক্ষেত্রে সতর্কতা গুলো কি কি।

সিলিং-ফ্যান-ব্যবহারের-ক্ষেত্রে-সর্তকতা
  • প্রথমতঃফ্যানের সঙ্গে কানেকশন করার জন্য ওয়ারিং এর যে তার থাকে সেটি অনেক উন্নতমানের তার যেন হয় সেদিকে খেয়াল রাখতে হবে। কেননা দুর্বল তার হলে অনেক সময় পড়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি হবে।
  • দ্বিতীয়তঃসিলিং এর যে রডের সঙ্গে ফ্যান ঝুলানো হয় সেই রোড এবং ফ্যানের সংযোগ স্থানে নাট গুলো বেশ কিছুদিন পর পর চেক করতে হবে। কারণ দীর্ঘদিন যাবত একনাগারে ফ্যান ঘোড়ার ফলে ঘর্ষণে ঘর্ষণে রড বা নাট ক্ষয়ে যায় ফলে ফ্যান পড়ে অনেক সময় দুর্ঘটনাও করতে পারে। তাই সেগুলো থেকে সতর্ক থাকা অতীত জরুরী
  • তৃতীয়তঃফ্যানের বডি এবং পাখার সংযোগস্থলে যে নাট রয়েছে সেগুলো ঘন ঘন চেক করতে হবে। কারণ অনেক সময় গুলো খুলে পাখা পড়ে যেতে পারে এর ফলে দুর্ঘটনাও ঘটতে পারে।
  • চতুর্থতঃফ্যানের ক্যাপাসিটর নষ্ট হয়ে গেলে যত দ্রুত সম্ভব ক্যাপাসিটর পরিবর্তন করতে হবে।
  • পঞ্চমতঃসুইচ বোর্ডের ফ্যানের সুইচ এবং রেগুলেটর নষ্ট হয়ে গেলে দ্রুত পরিবর্তন করে নেওয়া।

ফ্যানের সাহায্যে বিদ্যুৎ বিল কমানোর পদ্ধতি জেনে নিন

এতক্ষণ আমরা আমাদের এই আর্টিকেলে বিভিন্ন কোম্পানির ফ্যান এর মডেল ফ্যানের গুণগত মান ও দাম সম্পর্কে বিস্তারিত জানলাম। এবার আমরা ফ্যানের মাধ্যমে বিদ্যুৎ বিল কিভাবে কমানো যায় সে সম্পর্কে জানব। তবে এতক্ষণে আপনার মধ্যে প্রশ্ন জেগে গেছে যে ফ্যানের মাধ্যমে আবার কিভাবে বিদ্যুৎ বিল কমানো যায় তাইনা।

দেখুন আমরা সকলেই ফ্যান ব্যবহার করি কিন্তু এর সঠিক ব্যবহার বিধি না জানার কারণে বিদ্যুৎ খরচ বেশি হয় যার ফলে বিল অনেক বেশি আসে। ফ্যানের মাধ্যমে বিদ্যুৎ বিল কমানোর জন্য যে ট্রিক্সটি এখন আমি আপনার সঙ্গে শেয়ার করব আসলে এই ধরনের ট্রিক্স অনেকেই জানেন না তবে আপনার যদি জানা না থাকে তাহলে

এই ট্রিক্সটি আপনার ঘরের বিদ্যুৎ বিল কমাতে বেশ সাহায্য করবে। তাহলে চলুন আর বেশি দেরি না করে জেনে নিই উপায়গুলো কি কি।
  • প্রথমে আপনাকে একটি উন্নত মানের কোম্পানির সিলিং ফ্যান নির্ধারণ করতে হবে যেমন ওয়ালটন যমুনা বিআরবি সুপারস্টার ভিশন বা অন্য যে সকল ভালো কোম্পানির বিদ্যুৎ সাশ্রয়ী সিলিং ফ্যান রয়েছে সেগুলো নির্ধারণ করতে হবে।
  • সুইচ বোর্ডের সুইচ উন্নত মানের যেন হয় সেদিকে খেয়াল রাখতে হবে
  • সুইচ বোর্ডের সঠিক সুইচ দেখে আপনার প্রয়োজনীয় সুইচ অন করুন
  • অপ্রয়োজনে কখনোই ফ্যান চালাবেন না বা ফ্যানের সুইচ অন রেখে দিবেন না
  • প্রয়োজন শেষে ফ্যানের সুইচ বন্ধ রাখুন
  • চেষ্টা করবেন সবসময় ফ্যানের পাওয়ার দেড় থেকে দুইয়ের মধ্যে রাখতে এতে মাস শেষে দেখবেন বিদ্যুৎ বিল অনেকটা কম এসেছে আগের তুলনায়।

সিলিং ফ্যান সম্পর্কে লেখক এর শেষ কথাঃ

শেষ কথায় একটি কথা না বললেই নয়, আপনি যমুনা ওয়ালটন ভিশন বিআরবি সুপারস্টার অথবা অন্য যে কোম্পানির ফ্যান কিনুন না কেন অবশ্যই ফ্যান কেনার আগে ফ্যানের সম্পর্কে ভালোভাবে জেনে শুনে এবং বুঝে কিনতে যাবেন। আর আপনি যে ফ্যান কিনতে চান সেই ফ্যানের মডেল ও দাম সম্পর্কে নিশ্চিত হবেন। তাহলে কিনতে গিয়ে প্রতারণা বা

ঠকে যাওয়ার কবলে পড়বেন না। আমি যে সকল ফ্যানগুলো নিয়ে আলোচনা করেছি সেগুলোর মধ্যে থেকে আপনি যদি যাচাই-বাছাই করে সিলিং ফ্যান কিনেন তাহলে অবশ্যই আপনি উপকৃত হবেন। কারণ এই সকল কোম্পানির শুধু ফ্যান নয় বরং অন্য যে সকল ইলেকট্রনিক্স পণ্য রয়েছে সেগুলোর যেমন গুণগত মান উন্নত তেমনি টেকসই শক্ত ও মজবুত

 তাই এর মধ্য থেকে যেকোনো ফ্যান আপনি কিনতে পারেন। আর এই আর্টিকেলটি পড়ে আপনি যদি একটুও উপকার বোধ করে থাকেন নিজেকে তাহলে অবশ্যই আর্টিকেলটি অন্যদের কাছে শেয়ার করতে পারেন এবং আপনার টাইমলাইনে রেখে দিতে পারে। আশা করি পরবর্তীতেও আর্টিকেলটি আপনার অনেক উপকারে আসবে। আর্টিকেলটি ভালোভাবে পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

গ্রীনল্যান আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়

comment url