রাজশাহী থেকে ঢাকা ট্রেনের সময়সূচী, ভাড়া ও অনলাইন টিকেট ২০২৫
আপনি কি রাজশাহী থেকে ঢাকা যাওয়ার জন্য ট্রেনের সময়সূচী নির্ধারিত ভাড়া ও কিভাবে অনলাইনে ট্রেনের টিকেট কাটতে হয় সেই সম্পর্কে বিস্তারিত জানতে চাচ্ছেন। তাহলে আপনি একদম ঠিক জায়গাতেই এসেছেন এবং আজকের আর্টিকেলটি আপনার জন্য।
আজকের এই আর্টিকেলে আমরা ট্রেনের মাধ্যমে রাজশাহী টু ঢাকা এবং ঢাকা টু রাজশাহী যাওয়ার জন্য সময়সূচী ভাড়া এবং অনলাইনে ট্রেনের টিকেট কাটার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানবো। তবে আপনি যদি জানতে চান তাহলে এই আর্টিকেলটি অবশ্যই শেষ পর্যন্ত করতে থাকুন।
আপনি যে অংশ থেকে পড়তে চান
- রাজশাহী টু ঢাকা ট্রেনের সময়সূচী ২০২৫
- রাজশাহী টু ঢাকা ট্রেনের ভাড়া কত টাকা জেনে নিন
- ঢাকা টু রাজশাহী ট্রেনের সময়সূচী ২০২৫
- ঢাকা টু রাজশাহী ট্রেনের ভাড়া
- ঢাকা টু রাজশাহী ট্রেনের অনলাইনে টিকেট কাটার নিয়ম ২০২৫
- রাজশাহী টু ঢাকা ট্রেনের তালিকা সমূহ জেনে নিন
- লেখক এর শেষ মন্তব্য
রাজশাহী টু ঢাকা ট্রেনের সময়সূচী ২০২৫
সাধারণত আমরা নানাবিধ প্রয়োজনে রাজশাহী থেকে ঢাকা গিয়ে থাকি। কেউ বাসের মাধ্যমে, কেউ এয়ারলাইন্সের মাধ্যমে, কেউবা আবার রেল পরিবহনের মাধ্যমে যায়। তবে এয়ারলাইন্সের মাধ্যমে সকলের পক্ষে যাওয়া সম্ভবপর হয় না কারণ, এতে অর্থের একটা ব্যাপার আছে। যদিও এয়ারলাইন্স এর মাধ্যমে অনেক অল্প সময়েই যাওয়া যায় কিন্তু
এতে টিকেটের মূল্য বাস এবং ট্রেনের চাইতে বেশি দিতে হয় যার ফলে এয়ারলাইন্স ভ্রমণটা সকলের পক্ষে সম্ভব হয় না। তবে ট্রেনের মাধ্যমে যাওয়া সকলের পক্ষে সম্ভব এবং এটি সাধ্যের ভেতরে এবয় অল্প টাকাতেই যাওয়া যায়। কারণ, ট্রেনের সিটের বিভিন্ন ক্যাটাগরি রয়েছে ক্যাটাগরি বলতে সাধারণ সিট থেকে শুরু করে এসি VIP সিট পর্যন্ত অনেক সিট রয়েছে।
আরো পড়ুনঃপাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক মালয়েশিয়া ২০২৪
ক্যাটাগরি অনুযায়ী সিটির মূল্য পরিশোধ করলেই যেতে পারবেন। আপনি যদি ভিআইপি দামি সিটগুলোতে যেতে না চান তবে সর্বনিম্ন সিটের স্বল্পমূল্য পরিষদের মাধ্যমে ট্রেনের মাধ্যমে যাত্রা শুরু করতে পারবেন। আর ট্রেনের মাধ্যমে ভ্রুমণ করতে চাননা এমন কোন ব্যক্তি নেই বললেই চলে কারণ ট্রেন ভ্রমণটা অনেক
আরামদায়ক ও আনন্দদায়ক একটি মুহূর্ত। নিশ্চয় আপনিও ট্রেন ভ্রুমণ করতে অনেক ভালোবাসেন।তাহলে চলুন এখন আমরা জেনে নেই রাজশাহী থেকে ঢাকা যাওয়ার জন্য ট্রেনের বিস্তারিত সময়সূচী সম্পর্কে।
ক্রমিক নং | ট্রেনের নাম | যাত্রা শুরু | নির্দিষ্ট গন্তব্য | সাপ্তাহিক ছুটি |
---|---|---|---|---|
১ | বনলতা(৭৯২) | ভোর7:00 টা | ভোর11:45 | শুক্রবার |
২ | পদ্মা(৭৬০) | বিকাল 4:00 টা | রাত 9:25 | মঙ্গলবার |
৩ | সিল্কসিটি(৭৫৪) | ভোর 7:40 | দুপুর 1:20 | রবিবার |
৪ | ধূমকেতু(৭৭০) | রাত 11:20 | ভোর5:25 | বুধবার |
৫ | মধুমতি(৭৫৬) | ভোর 6:40 | দুপুর 2:00 টা | বৃহস্পতিবার |
রাজশাহী টু ঢাকা ট্রেনের ভাড়া কত টাকা জেনে নিন
আমাদের মধ্যে অনেক মানুষ আছেন যারা বিভিন্ন স্থানে ট্রেন অথবা বাসের মাধ্যমে ভ্রুমণ করে থাকেন। কিন্তু সেই স্থানের ভাড়া সম্পর্কে অনবগত থাকেন যার ফলে বিভিন্ন সময় প্রতারণা বা ঠকে যাওয়ার কবলে পড়েন। তাই আমাদের প্রত্যেকেরই উচিৎ ট্রেন হোক অথবা বাস হোক সকল পরিবহণের এবং সকল স্থানের ভাড়া সম্পর্কে জেনে নেওয়া। তবে আপনার ক্ষেত্রে বলি
আপনি শুধু ঢাকা থেকে রাজশাহী নয় বরং যেই স্থানেই ভ্রুমণ করুননা কেন নির্ধারিত ভাড়া সম্পর্কে যদি জেনে থাকেন তাহলে কখনই কোথাও ঠকে যাওয়ার সম্ভাবনা থাকবেনা। আর ট্রেন এমনই একটি পরবিহণ যার মাধ্যমে ভ্রুমণ করা ছোট থেকে বড় সকলেই পছন্দ করেন এবং জনপ্রিয় একটি মাধ্যম। তবে এখন প্রশ্ন হল? ট্রেনের মাধ্যমে রাজশাহী থেকে ঢাকা
যাওয়ার জন্য কত টাকা ভাড়া দিতে হয় তাইনা। দেখুন আমি আগেও বলেছি আবারও বলছি ট্রেনের সিটের বিভিন্ন ক্যাটাগরি রয়েছে এক কথায় কম দামের সিট ও বেশি দামের ভিআইপি সিট রয়েছে তবে এটা আপনার চাহিদার উপর নির্ভর করবে আর সে অনুযায়ী সিটের ভাড়া প্রদান করতে হবে। তাহলে চলুন এবার কয় ধরনের সিট রয়েছে এবং কোন সিটের ভাড়া কত টাকা দিতে হয় তা জেনে নেওয়া যাক।
ক্রমিক নং | আসর সমূহ | নির্ধারিত ভাড়া |
---|---|---|
১ | শোভন চেয়ার | বনলতা(৪৫০ টাকা) মধুমতি( ৫৮৫ টাকা) সিল্কসিটি,পদ্মা, ধুমকেতু (৪০৫ টাকা) |
২ | প্রথম আসন | ৮০৭ টাকা |
৩ | স্নিগ্ধা | বনলতা(৮৫১ টাকা) মধুমতি(৮৯৭ টাকা) সিল্কসিটি,পদ্মা, ধুমকেতু(৭৭১ টাকা) |
৪ | এসি সিট | ৯২৬ টাকা |
৫ | এসি বার্থ | ১৩৮৬ টাকা |
ঢাকা টু রাজশাহী ট্রেনের সময়সূচী ২০২৫
এতক্ষণ আমরা আমাদের এই আর্টিকেলে ট্রেনের মাধ্যমে রাজশাহী থেকে ঢাকা যাওয়ার জন্য ট্রেনের সময়সূচী ও ভাড়া সম্পর্কে বিস্তারিত জানলাম। তবে এখন আমরা ঢাকা থেকে রাজশাহী আসতে পুনরায় ট্রেনের সময়সূচী ও ভাড়া সম্পর্কে বিস্তারিত জানবো। বাংলাদেশের উত্তরবঙ্গের মধ্যে বৃহত্তর শহর হচ্ছে রাজশাহী এবং বাংলাদেশের রাজধানী হলো ঢাকা।
এই দুইটি বিভাগে দেশের সর্বত্র জায়গাতেই অনেক সুপরিচিতি লাভ করেছে এমনকি বাইরের দেশগুলোতেও অনেকটা জনপ্রিয়তা লাভ করেছে। তবে বৃহত্তর এই দুই অঞ্চলের যাতায়াতের জন্য সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হলো ট্রেন। প্রতিদিন এই ট্রেন হাজার হাজার মানুষকে তার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেই। আর সেই সকল যাত্রীদের মধ্যে
আপনিও যদি একজন ট্রেন ভ্রমণকারী হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে ট্রেনের সময়সূচি ও ভাড়া সম্পর্কে ধারণা রাখতে হবে। কেননা যদি ট্রেনের সঠিক সময়সূচী না জেনে থাকেন তাহলে ট্রেন মিস হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে। আর নির্ধারিত ভাড়া কত টাকা তা না জানার কারণে অনেক সমস্যার সম্মুখীন হলেও হতে পারে।
আরো পড়ুনঃআরএফএল প্লাস্টিকের দরজার দাম সম্পর্কে বিস্তারিত জেনে নিন
তাই এই বিষয়গুলো আপনাকে মনে রাখতে হবে আশা করি আপনি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। তবে এখন আর কথা না বাড়িয়ে চলুন জেনে নেওয়া যাক ঢাকা টু রাজশাহী রুটের সকল ট্রেনের সময়সূচী সম্পর্কে।
ক্রমিক নং | ট্রেনের নাম | যাত্রা শুরু | নির্দিষ্ট গন্তব্য | সাপ্তাহিক ছুটি |
---|---|---|---|---|
১ | বনলতা এক্সপ্রেস | দুপুর 1:30 | সন্ধ্যা 6:4 | শুক্রবার |
২ | সিল্কসিটি এক্সপ্রেস | দুপুর 2:45 | রাত 8:40 | রবিবার |
৩ | পদ্মা এক্সপ্রেস | সকাল 11:00 | বিকাল 4:40 | মঙ্গলবার |
৪ | ধুমকেতু এক্সপ্রেস | ভোর 6:00 | বেলা 11:30 | বৃহস্পতিবার |
ঢাকা টু রাজশাহী ট্রেনের ভাড়া
রাজশাহী টু ঢাকা রুটে যে কয়টি ট্রেন চলাচল করে পুনরায় ঢাকা টু রাজশাহী রুটে ওই ট্রেন গুলি ফিরে আসে তবে এর জন্য কিছু সময়সূচী ও নির্দেশনা রয়েছে সেই সকল নির্দেশনা ও সময়সুচী মেনে ট্রেন চলাচল করে। আর আপনি যদি ঢাকা টু রাজশাহী রুটের ট্রেনের নির্ধারিত ভাড়া সম্পর্কে বিস্তারিত
জানতে চান সে ক্ষেত্রে আপনাকে এই আর্টিকেলটি অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত পড়তে হবে। তাহলে শুধু ঢাকা টু রাজশাহী এবং রাজশাহী টু ঢাকা ট্রেনের সময়সূচী ও ভাড়া নয় বরং কিভাবে অনলাইনে ট্রেনের টিকেট বুকিং করতে পারবেন আর এই রুটে কোন কোন ট্রেন চলাচল করে এবং
রাজশাহী থেকে ঢাকা যেতে কয়টি স্টেশন রয়েছে এক কথায় রাজশাহী টু ঢাকা রুটে ট্রেনের সকল তথ্য পেয়ে যাবেন। নিচে ঢাকা টু রাজশাহী ট্রেনের ভাড়া কত টাকা তা একটি টেবিলের মাধ্যমে প্রকাশ করা হলো।
ক্রমিক নং | ট্রেনের নাম | স্নিগ্ধা | শোভন চেয়ার | এসি সিট | এসি বার্থ |
---|---|---|---|---|---|
1 | বনলতা | 725/= | 375 /= | 865 /= | --------------- |
2 | সিল্কসিটি | 656/= | 340 /= | 782 /= | --------------- |
3 | পদ্মা | 656/= | 340 /= | --------------- | 1173 /= |
4 | ধূমকেতু | 656/= | 340 /= | 782 /= | --------------- |
ঢাকা টু রাজশাহী ট্রেনের অনলাইনে টিকেট কাটার নিয়ম ২০২৫
ট্রেনের মাধ্যমে ভ্রমণের জন্য অনলাইনে টিকিট কাটার নিয়ম সম্পর্কে পূর্বের একটি আর্টিকেলে আমি বিস্তারিত আলোচনা করেছি তবে আপনার সুবিধার্থে এই আর্টিকেলে অনলাইনে টিকিট কাটিং নিয়ম সম্পর্কে আমি আবারো আলোচনা করলাম। কারণ আপনি সহ সকলেই যেন তা সহজেই বুঝতে পারেন। শুধু ট্রেনের নয় বাসের এবং
এয়ারলাইন্সের এই সকল পরিবহনের টিকিটগুলো এখন কাউন্টারে গিয়ে কাটার আর কোন প্রয়োজন নেই। কারণ আপনি আপনার মোবাইল ফোনের মাধ্যমে যেকোনো সময় যেকোনো স্থানে অনলাইনের মাধ্যমে টিকেট বুকিং করে নিতে পারবেন এতে সময় অনেক সাবস্ক্রাইব হবে এবং কোন ঝামেলার সম্মুখীন হবেন না।
- প্রথমে বাংলাদেশ রেলওয়ে ই-টিকেটিং সার্ভিস সাইটে প্রবেশ করে জিমেইল পাসওয়ার্ড দিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে।
- এরপর হোম বাটনে ক্লিক করে সার্চ বক্সে গিয়ে ট্রেন সার্চ করতে হবে।
- আপনি যদি রাজশাহী থেকে ঢাকা যেতে চান তাহলে From স্থানে রাজশাহী এবং To স্থানে ঢাকা বসাতে হবে। আর যদি ঢাকা থেকে রাজশাহী যেতে চান তাহলে From স্থানে ঢাকা To স্থানে রাজশাহী বসাতে হবে।
- এরপর আপনি কত তারিখে ভ্রমণ করতে চান সেই তারিখ বসাতে হবে। এবং choose class এ গিয়ে ট্রেন সিলেক্ট করতে হবে।
- এরপর কোন সিটে যেতে চান আপনার পছন্দমত সিট সিলেক্ট করে সেই সেটের মূল্য বিকাশ নগদ, রকেট, এবং ডেবিট অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে পরিশোধ করলেই আপনার দেওয়া ইমেইল নাম্বারটিতে একটি নোটিফিকেশনের মাধ্যমে ট্রেনের টিকিটটি পাঠিয়ে দেওয়া হবে।
- পরবর্তীতে আপনি নির্ধারিত সময়ের মধ্যেই টিকেটটি প্রিন্ট করে ভ্রমণ করতে পারবেন।
রাজশাহী টু ঢাকা ট্রেনের তালিকা সমূহ জেনে নিন
রাজশাহী টু ঢাকা রুটে মূলত পাঁচটি আন্তঃনগর ট্রেন চলাচল করে। আর প্রতিটি ট্রেন সপ্তাহে একদিন করে বন্ধ থাকে। সাপ্তাহিক বন্ধের দিন ব্যতিত অন্য যেকোন দিন নির্ধারিত সময়সূচী অনুযায়ী ঢাকা রাজশাহী থেকে ঢাকা যাওয়া যাবে। নিচে আমি এই পাঁচটি আন্তঃনগর ট্রেনের নাম উল্লেক করে দিচ্ছি েএক নজরে দেখে নিন।
ক্রমিক নং | ট্রেনের নাম | ট্রেন নাম্বার |
---|---|---|
১ | আন্তঃনগর বনলতা এক্সপ্রেস | ৭৯২ |
২ | আন্তঃনগর সিল্কসিটিএক্সপ্রেস | ৭৫৪ |
৩ | আন্তঃনগর পদ্মা এক্সপ্রেস | ৭৬০ |
৪ | আন্তঃনগর ধূমকেতু এক্সপ্রেস | ৭৭০ |
৫ | আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস | ৭৫৬ |
লেখক এর শেষ মন্তব্য
এই আর্টিকেলে রাজশাহী থেকে ঢাকা যেতে ট্রেনের সময়সূচী, ভাড়া, অনলাইনে টিকিট কাটার নিয়ম, ট্রেন স্টেশন লিস্ট ও আরো অনেক তথ্য বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। এই সকল তথ্যগুলি আমি অনেক যাচাই বাছাই করে একমাত্র আপনাদের উপকারার্থে তুলে ধরার চেষ্টা করি। তাই আর্টিকেলের মধ্যে যদি কোন তথ্য মিসটেক হয়ে থাকে
এবং কোন ধরনের ভুল-ভ্রান্তি হয়ে থাকে তাহলে অবশ্যই সকল ভুল ক্ষমার🙏 দৃষ্টিতে দেখবেন। এবং আর্টিকেলটি পড়ে যদি আপনি একটুও উপকারবোধ মনে করে থাকেন তাহলে অবশ্যই এই আর্টিকেলটি আপনার অন্য বন্ধুদের কাছে শেয়ার করতে পারেন। এবং এই ধরনের আরও নতুন নতুন তথ্য পেতে ওয়েবসাইটটি ফলো দিয়ে রাখতে পারেন (💗ধন্যবাদ💗)।
গ্রীনল্যান আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়
comment url