আরএফএল প্লাস্টিকের দরজার দাম সম্পর্কে বিস্তারিত জেনে নিন

 

আরএফএল প্লাস্টিকের ঘরের দরজার দাম বা বাথরুমের দরজার দাম নিয়ে আপনি কি অনেক চিন্তিত? এবং প্লাস্টিকের দরজা কিনবেন না কাঠের দরজা কিনবেন তা বুঝতে পারছেন না। তাহলে দরজা নিয়ে আপনার আর কোন চিন্তা নেই কারণ ,

আরএফএল-প্লাস্টিক-দরজার-দাম

আজকের আর্টিকেলে আমরা আরএফএল প্লাস্টিকের দরজার দাম ও কাঠের দরজার দাম এবং অল্প বাজেটে কোন ডিজাইনের দরজাগুলো সবথেকে ভালো তা নিয়ে আলোচনা করব। তবে দরজার দাম জানতে হলে অবশ্যই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়তে থাকুন।

পেজ সুচিপত্রঃআরএফএল প্লাস্টিক দরজার দাম

আরএফএল প্লাস্টিক দরজার দাম জেনে নিন

সুন্দর একটি বাড়ি তৈরী করা যা প্রতিটি মানুষেরই একটি স্বপ্ন। তবে বাড়ির সৌন্দর্য বর্ধণে দরজার গুরুত্ব অপরিসীম। কারণ, দরজা ছাড়া বাড়ি, বাথরুম, টয়লেট অথবা অন্য যে কোন ঘর হোক না কেন ঘরের মানান হল দরজা সেটা কাঠের হোক বা প্লাস্টিকেরই হোক। তবে কাঠের দরজার এবং প্লাস্টিকের দরজা দুটিরই চাহিদা রয়েছে কিন্তু প্লাস্টিকের দরজার চাইতে

কাঠের দরজার দাম সবসময় বেশি হয়ে থাকে। বিপরীতে প্লাস্টিকের দরজা তুলনামুলক সাশ্রয়ী মুল্যে শক্ত, মজবুত, টেকসই বিভিন্ন রঙ্গের বিভিন্ন আকারের ও বিভিন্ন ডিজাইনের পাওয়া যায়। তাছাড়া কাঠের দরজার দাম বেশি হলেও এটিও বিভিন্ন রঙ্গের, ডিজাইনের ও আকারের পাওয়া যায় এবং পণ্যের গুণগত মান ও চাহিদার ওপর ভিত্তি করে দাম কম বেশি হয়ে থাকে।

আরো পড়ুনঃসিঙ্গার সেলাই মেশিনের দাম কত

সেক্ষেত্রে আপনি আপনার বাজেটের মধ্যে পছন্দ করে দরজা কিনতে পারেন। সাধারণত দরজা কয়েকপ্রকার হয়ে থাকে তবে প্রকারভেদে ও দরজার ডিজাইন গুণগতমান এবং সাইজের ওপর ভিত্তি করে দরজার দাম নির্বাচন করা হয়। তাহলে চলুন এবার জেনে নেওয়া যাক দরজার দাম সম্পর্কে এবং কোন দরজার দাম কত হতে পারে।

ক্রমিক নংদরজার নামদরজার দাম
কসমি ডোর ব্রোঞ্জ১০,৯০০ টাকা থেকে ১৪,৯০০ টাকা (গুণগত মান অনুযায়ী দাম কম বেশি হতে পারে)
কসমিকডোর ভেনুট১২,৪০০ টাকা (গুণগত মান অনুযায়ী দাম কম বেশি হতে পারে)
ডায়মন্ডডোর সুপ্রিম৮,৯০০ টাকা থেকে ১০,২০০ টাকা (গুণগত মান অনুযায়ী দাম কম বেশি হতে পারে)
পপুলারডোর গর্জিয়াস৩,২০০ টাকা থেকে ৫,২০০ টাকা (গুণগত মান অনুযায়ী দাম কম বেশি হতে পারে)
সলিড ডোর ভার্জিন৫,৭৫০ টাকা (গুণগত মান অনুযায়ী দাম কম বেশি হতে পারে)
তাছাড়া প্লাস্টিকের এই দরজাগুলো ছাড়া আরো কিছু দরজার নাম সাইজ এবং দরজার দাম নিচে দিয়ে দিচ্ছি সেগুলো দেখে আপনার নিকটস্থ দরজার দোকানে গিয়ে পছন্দসই দরজা কিনতে পারবেন। আরো একটি কথা হল দরজা সম্পর্কে আপনার যদি ধারণা থাকে তাহলে কিনতে গিয়ে আপনার কাছে কিছুটা হলেও সহজ হবে।

ক্রমিক নংদরজার নামদরজার সাইজদরজার দাম
আরএফএল কমান্ডো কিং
7'*2.5' L-HB11,500 টাকা
আরএফএল কমান্ডো উইন্ড7'*2.5' L-TB11,400 টাকা
আরএফএল কসমিক সুপার ডোর লাইনার7'*2.5' L-TB8,600 টাকা
আরএফএল কসমিক ডোর স্পার্ক7'*2.5' L-TB11,400 টাকা
আরএফএর কসমিক আলট্রা ডোর অনিয়ন ফ্লাওয়ার7'*2.5' L-TB7,700 টাকা
আরএফএল উডেন লিফ7'*2.5' L-TB6,900 টাকা
আরএফএল ইপিক ডোর ব্রিক7'*2.5' L-TB6,850 টাকা
আরএফএল সলিড ডোর7'*2.5' L-TB5,900 টাকা
আরএফএল গোল্ড ইউএলকেএ7'*2.5'4,420 টাকা
১০আরএফএল গোল্ড ভিনিল7'*2.'54,380 টাকা
১১আরএফএল ক্রাউন ডোর ব্ল্যাক গর্জিয়াস6.5'*2.5' R-HB3,850 টাকা
১২আরএফএল ক্রাউন ডোর রেডবেলি7'*2.5' R-TB3,850 টাকা
১৩আরএফএল ক্রাউন ডোর চেরি7'*2.5' L-TB3,850 টাকা
১৪আরএফএল পপুলার একাসিয়া7'*2.5'3,450 টাকা
১৫আরএফএল ইকো ডোর সুপারনোভা7'*2.5' L-HB3,200 টাকা
১৬আরএফএল ইকো ডোর সুপারনোভা6'*2.5' R-HB3,100 টাকা
১৭আরএফএল ইকো ডোর সার্কেল7'*2.5' R-HB3,100 টাকা
১৮আরএফএল ইকো ডোর সার্কেল6'*2.5' R-HB3,000 টাকা
১৯আরএফএল ইকো ডোর এলিট7'*2.5' R-HB3,160 টাকা
২০ আরএফএল ইকো ডোর এলিট6'*2.5' R-TB3,060 টাকা

আরএফএল কাঠের দরজার দাম কত জেনে নিন

সাধারণত কাঠের দরজার দাম প্লাস্টিকের দরজার চাইতে বেশি হয় কারণ, প্লাস্টিকের দরজায় হাতের কারুকাজ করা যায়না শুধু পেইন্টে দিয়ে স্টিকারের মত ডিজাইন দেওয়া হয় । তবে প্লাস্টিকের দরজার ডিজাইন প্লেন হয়। অপরপক্ষে, কাঠের দরজায় হাতের কারুকার্যের সাহায্যে ডিজাইন করা হয় সেটা সর্বনিম্ন দামের দরজা হোক অথবা

সর্বোচ্চ দামী দরজা হোক। শুধু দরজাই নয় বরং কাঠের তৈরী যে কোনো আসবাবপত্র মানেই হাতের কারুকাজ বা ডিজাইন। তবে প্রযুক্তি উন্নত হওয়ার ফলে এই ধরণের কাজগুলি আরো সহজ হয়ে গিয়েছে। এখন হাতের দ্বারা ডিজাইন করলেও মেশিনের সাহায্যে খুব স্বল্প সময়ে অতি দ্রুতভাবে সুন্দর সুন্দর ডিজাইন করা সম্ভব হয়।

আর আপনি যদি কাঠের দরজার দাম জানতে চান সে ক্ষেত্রে আমি বলি কাঠের দরজার দাম মুলত কাঠের ধরণ, দরজার সাইজ, দরজার ডিজাইন এবং গুণমানের উপর নির্ভর করে প্রকৃত মূল্য নির্ধারণ করা হয়। যেমন-
  • সেগুন কাঠের দরজার মূল্য ২০,২০০ টাকা থেকে শুরু করে ৩৫,৫০০ পর্যন্ত।
  • মেহগুনি কাঠের দরজার মূল্য ১৪,৮০০ থেকে শুরু করে ২৫,২০০ টাকা পর্যন্ত।
  • গামারি কাঠ এবং অন্যন্ন সাশ্রয়ী কাঠের দরজার মূল্য ৮,২০০ টাকা থেকে শুরু করে ১৫,২০০ টাকা পর্যন্ত হয়ে থাকে।
  • সলিড কাঠ এর দরজার দাম ৫,৪০০ টাকা থেকে শুরু করে ২৩,৫০০ টাকা পর্যন্ত হতে পারে।

বাথরুমের প্লাস্টিক দরজার দাম জেনে নিন

এই আর্টিকেলে এতক্ষণ আমরা আরএফএল প্লাস্টিক দরজার দাম ও আরএফএল কাঠের দরজা এবং দরজার দাম সম্পর্কে বিস্তারিত জানলাম। এবার আমরা টয়লেট বাথরুমের দরজার দাম সম্পর্কে জানব। বাথরুমের দরজা সম্পর্কে বলতে গেলে বলা যায়, ঘরের ক্ষেত্রে যতটা বেশি দরজার প্রয়োজন হয় তার চাইতে বেশি

প্রয়োজন হয় বাথরুমের দরজার। আর সেটা কেন বেশি প্রয়োজন হয় তাতো আপনি নিশ্চই বুঝতেই পারছেন। আর বাথরুমের প্লাস্টিক দরজার দামের ক্ষেত্রে বলি, দরজা কিন্তু এক প্রকারের নেই বরং বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন কোয়ালিটির এবং বিভিন্ন সাইজের দরজা রয়েছে যার গুণগত মানের ওপর নির্ভর করে এর দাম।

তবে বাথরুমের প্লাস্টিক দরজা সর্বনিম্ন ২১০০ টাকা থেকে শুরু করে ১২ হাজার টাকার বেশিও হতে পারে। তাই আপনি আপনার বাজেটের মধ্যে পছন্দসই একটি ভালো প্লাস্টিকের দরজা কিনে নিতে পারেন।

বাথরুমের প্লাস্টিক দরজার ডিজাইন

বাথরুমের প্লাস্টিক দরজার ডিজাইন সম্পর্কে বলতে গেলে বলা বাহুল্য যে, আপনি যদি আপনার বাড়ির বাথরুমের জন্য প্লাস্টিকের দরজা কিনতে চান তাহলে অবশ্যই ডিজাইন দেখে দরজা কিনবেন। কারণ সাশ্রয়ী মূল্যে ভালো ভালো ডিজাইনের দরজা পাওয়া যায় যা দেখতে অনেক ভালো লাগে এবং বাথরুমের জন্য বেস্ট হয়।

সব সময় বেশি দামের পণ্য যে ভালো হবে তা কিন্তু নয়, অনেক সময় অল্প দামেও ভালো ভালো বিভিন্ন ডিজাইনের বাথরুমের দরজা গুলো পাওয়া যায়। তবে একটি কথা মনে রাখবেন ঘরের জন্য কাঠের দরজায় সবচাইতে পারফেক্ট। এবং টয়লেট বা বাথরুমের জন্য প্লাস্টিকের দরজা পারফেক্ট।

শেষ কথা 

এই আর্টিকেলের উপরিভাগে আরএফএল প্লাস্টিক দরজা এবং আরএফএল কাঠের দরজার বিভিন্ন ডিজাইন বিভিন্ন সাইজ ও দাম সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং কোন দরজা কিনলে ঘরের জন্য ভালো হবে আর কোন দরজা কিনলে টয়লেট বা বাথরুমের জন্য ভালো হবে তা নিয়ে আলোচনা করা হয়েছে। তবে আপনি যদি

আপনার ঘরের অথবা বাথরুমের জন্য দরজা কিনতে চান তাহলে অবশ্যই দরজা কেনার আগে যাচাই-বাছাই করে এবং দরজার দাম কত টাকা হতে পারে সে সম্পর্কে ভালোভাবে জেনে শুনে দরজা কিনবেন তাহলে ঠকে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবেনা। আশা করি আপনি আমার কথাগুলো বুঝতে পেরেছেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

গ্রীনল্যান আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়

comment url