আরএফএল প্লাস্টিকের দরজার দাম সম্পর্কে বিস্তারিত জেনে নিন
আরএফএল প্লাস্টিকের ঘরের দরজার দাম বা বাথরুমের দরজার দাম নিয়ে আপনি কি অনেক চিন্তিত? এবং প্লাস্টিকের দরজা কিনবেন না কাঠের দরজা কিনবেন তা বুঝতে পারছেন না। তাহলে দরজা নিয়ে আপনার আর কোন চিন্তা নেই কারণ ,
আজকের আর্টিকেলে আমরা আরএফএল প্লাস্টিকের দরজার দাম ও কাঠের দরজার দাম এবং অল্প বাজেটে কোন ডিজাইনের দরজাগুলো সবথেকে ভালো তা নিয়ে আলোচনা করব। তবে দরজার দাম জানতে হলে অবশ্যই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়তে থাকুন।
পেজ সুচিপত্রঃআরএফএল প্লাস্টিক দরজার দাম
- আরএফএল প্লাস্টিক দরজার দাম জেনে নিন
- আরএফএল কাঠের দরজার দাম কত জেনে নিন
- বাথরুমের প্লাস্টিক দরজার দাম জেনে নিন
- বাথরুমের প্লাস্টিক দরজার ডিজাইন
- শেষ কথা
আরএফএল প্লাস্টিক দরজার দাম জেনে নিন
সুন্দর একটি বাড়ি তৈরী করা যা প্রতিটি মানুষেরই একটি স্বপ্ন। তবে বাড়ির সৌন্দর্য বর্ধণে দরজার গুরুত্ব অপরিসীম। কারণ, দরজা ছাড়া বাড়ি, বাথরুম, টয়লেট অথবা অন্য যে কোন ঘর হোক না কেন ঘরের মানান হল দরজা সেটা কাঠের হোক বা প্লাস্টিকেরই হোক। তবে কাঠের দরজার এবং প্লাস্টিকের দরজা দুটিরই চাহিদা রয়েছে কিন্তু প্লাস্টিকের দরজার চাইতে
কাঠের দরজার দাম সবসময় বেশি হয়ে থাকে। বিপরীতে প্লাস্টিকের দরজা তুলনামুলক সাশ্রয়ী মুল্যে শক্ত, মজবুত, টেকসই বিভিন্ন রঙ্গের বিভিন্ন আকারের ও বিভিন্ন ডিজাইনের পাওয়া যায়। তাছাড়া কাঠের দরজার দাম বেশি হলেও এটিও বিভিন্ন রঙ্গের, ডিজাইনের ও আকারের পাওয়া যায় এবং পণ্যের গুণগত মান ও চাহিদার ওপর ভিত্তি করে দাম কম বেশি হয়ে থাকে।
আরো পড়ুনঃসিঙ্গার সেলাই মেশিনের দাম কত
সেক্ষেত্রে আপনি আপনার বাজেটের মধ্যে পছন্দ করে দরজা কিনতে পারেন। সাধারণত দরজা কয়েকপ্রকার হয়ে থাকে তবে প্রকারভেদে ও দরজার ডিজাইন গুণগতমান এবং সাইজের ওপর ভিত্তি করে দরজার দাম নির্বাচন করা হয়। তাহলে চলুন এবার জেনে নেওয়া যাক দরজার দাম সম্পর্কে এবং কোন দরজার দাম কত হতে পারে।
ক্রমিক নং | দরজার নাম | দরজার দাম |
---|---|---|
১ | কসমি ডোর ব্রোঞ্জ | ১০,৯০০ টাকা থেকে ১৪,৯০০ টাকা (গুণগত মান অনুযায়ী দাম কম বেশি হতে পারে) |
২ | কসমিকডোর ভেনুট | ১২,৪০০ টাকা (গুণগত মান অনুযায়ী দাম কম বেশি হতে পারে) |
৩ | ডায়মন্ডডোর সুপ্রিম | ৮,৯০০ টাকা থেকে ১০,২০০ টাকা (গুণগত মান অনুযায়ী দাম কম বেশি হতে পারে) |
৪ | পপুলারডোর গর্জিয়াস | ৩,২০০ টাকা থেকে ৫,২০০ টাকা (গুণগত মান অনুযায়ী দাম কম বেশি হতে পারে) |
৫ | সলিড ডোর ভার্জিন | ৫,৭৫০ টাকা (গুণগত মান অনুযায়ী দাম কম বেশি হতে পারে) |
ক্রমিক নং | দরজার নাম | দরজার সাইজ | দরজার দাম | |
---|---|---|---|---|
১ |
| 7'*2.5' L-HB | 11,500 টাকা | |
২ | আরএফএল কমান্ডো উইন্ড | 7'*2.5' L-TB | 11,400 টাকা | |
৩ | আরএফএল কসমিক সুপার ডোর লাইনার | 7'*2.5' L-TB | 8,600 টাকা | |
৪ | আরএফএল কসমিক ডোর স্পার্ক | 7'*2.5' L-TB | 11,400 টাকা | |
৫ | আরএফএর কসমিক আলট্রা ডোর অনিয়ন ফ্লাওয়ার | 7'*2.5' L-TB | 7,700 টাকা | |
৬ | আরএফএল উডেন লিফ | 7'*2.5' L-TB | 6,900 টাকা | |
৭ | আরএফএল ইপিক ডোর ব্রিক | 7'*2.5' L-TB | 6,850 টাকা | |
৮ | আরএফএল সলিড ডোর | 7'*2.5' L-TB | 5,900 টাকা | |
৯ | আরএফএল গোল্ড ইউএলকেএ | 7'*2.5' | 4,420 টাকা | |
১০ | আরএফএল গোল্ড ভিনিল | 7'*2.'5 | 4,380 টাকা | |
১১ | আরএফএল ক্রাউন ডোর ব্ল্যাক গর্জিয়াস | 6.5'*2.5' R-HB | 3,850 টাকা | |
১২ | আরএফএল ক্রাউন ডোর রেডবেলি | 7'*2.5' R-TB | 3,850 টাকা | |
১৩ | আরএফএল ক্রাউন ডোর চেরি | 7'*2.5' L-TB | 3,850 টাকা | |
১৪ | আরএফএল পপুলার একাসিয়া | 7'*2.5' | 3,450 টাকা | |
১৫ | আরএফএল ইকো ডোর সুপারনোভা | 7'*2.5' L-HB | 3,200 টাকা | |
১৬ | আরএফএল ইকো ডোর সুপারনোভা | 6'*2.5' R-HB | 3,100 টাকা | |
১৭ | আরএফএল ইকো ডোর সার্কেল | 7'*2.5' R-HB | 3,100 টাকা | |
১৮ | আরএফএল ইকো ডোর সার্কেল | 6'*2.5' R-HB | 3,000 টাকা | |
১৯ | আরএফএল ইকো ডোর এলিট | 7'*2.5' R-HB | 3,160 টাকা | |
২০ | আরএফএল ইকো ডোর এলিট | 6'*2.5' R-TB | 3,060 টাকা |
আরএফএল কাঠের দরজার দাম কত জেনে নিন
- সেগুন কাঠের দরজার মূল্য ২০,২০০ টাকা থেকে শুরু করে ৩৫,৫০০ পর্যন্ত।
- মেহগুনি কাঠের দরজার মূল্য ১৪,৮০০ থেকে শুরু করে ২৫,২০০ টাকা পর্যন্ত।
- গামারি কাঠ এবং অন্যন্ন সাশ্রয়ী কাঠের দরজার মূল্য ৮,২০০ টাকা থেকে শুরু করে ১৫,২০০ টাকা পর্যন্ত হয়ে থাকে।
- সলিড কাঠ এর দরজার দাম ৫,৪০০ টাকা থেকে শুরু করে ২৩,৫০০ টাকা পর্যন্ত হতে পারে।
গ্রীনল্যান আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়
comment url