স দিয়ে ছেলেদের ইসলামিক নাম - অর্থসহ ৩৩০+ সকল নাম
স দিয়ে ছেলেদের ইসলামিক নাম। প্রিয় পাঠকগন আপনি কি আপনার নতুন আগত হওয়া সোনামনির জন্য স দিয়ে একটি ইসলামিক ও ভালো নাম খুঁজছেন তাহলে মনে করুন আপনি একদম ঠিক জায়গাতেই এসেছেন।
আজকে আমরা স দিয়ে ছেলে শিশুদের ইসলামিক ও আধুনিক ৩৩০টি নাম এবং নামের অর্থসহ আলোচনা করব। তাই আপনি যদি আপনার সন্তানের জন্য ইসলামিক ও অর্থসহ একটি ভালো নাম পেতে চান তাহলে এই আর্টিকেলটি অনুস্বরণ করতে পারেন।
পেজ সুচিপত্রঃ
- ইসলামে শিশুদের নাম রাখার গুরুত্ব
- শিশুর নাম করণের লক্ষনীয় দিক সমুহ
- শিশুর নাম করণের সঠিক সময় জেনে নিন
- স দিয়ে ছেলেদের ইসলামিক নাম
- ছেলেদের ইসলামিক নাম ২০২৪
- স দিয়ে ছেলেদের ইসলামিক নাম দুই শব্দে
- স দিয়ে ছেলেদের ইসলামিক নাম এক শব্দে
- স দিয়ে মুসলিম ছেলেদের আরবী নাম
- নাম পরিবর্তন করা যাবে কিনা জেনে নিন
- স দিয়ে ছেলেদের নাম রাখার ক্ষেত্রে লেখকের শেষ কথা
ইসলামে শিশুদের নাম রাখার গুরুত্ব
স দিয়ে ছেলেদের ইসলামিক নাম। প্রতিটি বাবা মায়ের তার সন্তানের পৃথীবিতে আগত হওয়ার পরে নাম রাখাটা মা বাবার উপর ধর্মীয় ও নৈতিক দায়িত্ব ও কর্তব্য। এবং নবাগত সন্তানের জন্মের পরে নিজের নাম পাওয়াটা তার জন্মগত অধিকার। কারণ, নামই একজন মানুষের পরিচয় বহন করে। নাম ছাড়া কোনো মানুষকে চেনা অসম্ভব হয়ে যায়। প্রতিটি মা বাবাই চাই কার সন্তানের নামটি সুন্দর হোক
এবং তার সন্তানকে মানুষ একটি ভালো নামে ডাকুক। এবং প্রত্যেক শিশুও চাই তার নিজের নামটি সুন্দর ও শ্রুতিমধুর হোক যেন তা মানুষের কাছে পছন্দনীয় হয়। এই বিষয়টা শিশু জন্মের সময় না বুঝতে পারলেও শিশুটি যখন আস্তে আস্তে বুদ্ধি সম্পন্ন হতে থাকে তখন বুঝতে পারে। তাছাড়া ইসলামে নাম রাখার ব্যপারে বিশেষভবে তাগিদ দেওয়া হয়েছে বলা হয়েছে
তোমরা তোমাদের সন্তানদের নাম সুন্দর করে রাখো যেন তা একটা সুন্দর অর্থ বহন করে। আর আল্লাহর নিকট সবচেয়ে পছন্দনীয় নাম হচ্ছে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। কারণ, এই নামের ভেতরে আল্লাহর দাসত্বের পরিচয় পাওয়া যায়। আল-হাদিসে বলা হয়েছে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অয়াসাল্লাম বলেছেন, কেয়ামতের দিন নিজ নামে এবং
তার পিতার নামে নাম ধরে ডাকা হবে, অতএব তোমরা তোমাদের সন্তানদের নাম ভালোভাবে রাখো। তবে আল্লাহর গুণবাচক যেই নামগুলো রয়েছে সেই নামগুলো রাখার সময় খেয়াল রাখতে হবে যেন তা সরাসরি না হয়ে যায় যেমন রহমান, রহিম, রাজ্জাক, বা আরও যেসকল আল্লাহর গুণবাচক নাম রয়েছে সেগুলোর ক্ষেত্রে নামের সাথে উপনাম বা উপাধি
যোগ করতে হবে যেমন- আব্দুল্লাহ নাম রাখার ক্ষেত্রে অবশ্যই নামের সাথে আরবী শব্দ আব্দ যোগ করতে হবে বা আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল খালিক এই ভাবে রাখতে হবে। তবে উপনাম রাখার ক্ষেতে বলি সকল উপনাম রাখতে পারেন কিন্তু আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ (সঃ) উপনামে কখনই আপনার সন্তনের উপনাম রাখবেন না কারণ,
হযরত মুহাম্মদ (সঃ) নিজেই বলেছেন তোমরা আমার নামে নাম রাখ কিন্তু আমার উপনামে কখনেই তোমাদের উপনাম রেখনা। যেখানে হযরত মুহাম্মদ (সঃ) নিজেই বারণ করেছেন সেখানে না রাখাটাই শ্রেয়।
শিশুর নাম করণের লক্ষনীয় দিক সমুহ
স দিয়ে ছেলেদের ইসলামিক নাম। প্রতিটি মানুষই আল্লাহ কতৃক পৃথিবীতে আগত হওয়ার পরেই প্রথমে নাম জিনিসটা লাভ করে। এই নাম প্রতিটি মানুষের জীবনের সাথে অঙ্গাঙ্গীকভাবে জড়িত আর নামের মধ্য দিয়েই একজন মানুষের সুন্দর পরিচয় ফুটে ওঠে। নাম ছাড়া মানুষকে চেনা যায়না। ইসলামে নামের গুরুত্ব ও ফজিলত রয়েছে অনেক।
তবে নাম রাখার ক্ষেত্রে কিছু লক্ষনীয় দিক রয়েছে সেই দিকগুলি খেয়াল রেখে নাম রাখতে হবে। লক্ষনীয় দিকগুলি নিচে আলোচনা করা হলো।
- নাম রাখার ক্ষেত্রে অবশ্যই ইসলামিক নাম রাখতে হবে যে তা একটি সুন্দর মার্জিত শ্রুতিমধুর এবং একটি সুন্দর অর্থকে বহন করে।
- রাসুলুল্লাহ (সঃ) এর নামের ক্ষেত্রে যেসব নাম রাখতে বারণ আছে সেই নামগুলি না রাখা কারণ সেই নামের হকদার একমাত্র তিনিই।
- আল্লাহর গুণবাচক নাম রাখার সময় খেয়াল রাখতে হবে যেন তা সরাসার আল্লাহর নামরে সাথে মিলে না যায়। নামের কিছু যোগ করে নাম রাখা।
- অনেক বাবা মা আছে যারা তার সন্তানের নাম এমনভাবে রাখে যেন নাম শুনলে বোঝায় যায়না সে মুসলমান না অন্য কোনো ধর্মের এরূপ অসঙ্গতিপূর্ণ ও অর্থবোধহীন নাম রাখা থেকে বিরত থাকতে হবে।
- আল্লাহর এই আল্লাহ নামটি কারো ক্ষেত্রে রাখা যাবেনা বা জাতী বোঝায় এরূপ নাম রাখা যাবেনা।
- এবং আল্লাহর শ্বাশন ক্ষমতা মুলক নাম বোঝায় এমন নাম রাখা যাবেনা যেমন- মালিকুল মুলক অর্থাৎ জগতের বাদশা।
- আল্লাহর ফেরেস্তাদের নামের সাথে নাম রাখা যাবেনা যেমন জিব্রাইল, ঈসরাফিল, মিকাইল, আজরাইল ইত্যাদি।
- ইসলামের ইতিহাসের পাতায় যেগুলো ঘৃণিত নাম যেমন ফেরইন, নমরুদ, ইবলীম, শাদ্দাক, হামাম, আবু জেহেল, আবু লাহাব ইত্যাদি এই ধরনের নাম রাখা থেকে বিরত থাকতে হবে।
শিশুর নাম করণের সঠিক সময় জেনে নিন
আপনি নিশ্চয় জানতে চাচ্ছেন আপনার নবাগত শিশুটির নাম করণ কোন সময় করলে বা কখন কররে ভালো হবে। আপনি যদি তা জানতে চান তাহলে অবশ্যই আমাদের এই আর্টিকেলটিতে চোখ রাখূন এবং ভালো করে পড়তে থাকুন। ইসলামে নাম রাখার ক্ষেত্রে বিশেষভাবে তাগিদ দেওয়া হয়েছে। শিশুর জন্মগ্রহনের পরে কোনো কোনো ক্ষেত্রে বলা হয়েছে
৭ কর্ম দিবসের দিন সন্তানের জন্য আক্বীকা প্রদান এবং ইসলামিক ও সুন্দর অর্থবহ নামকরণ করতে। আবার কোনো কোনো ক্ষেত্রে ৭ কর্মদিবসের মধ্যেই নামকরণ করতে বলা হয়েছে। তবে নামকরণ ও আক্বীকার সর্বচ্চো সময় হলো ৭ দিন। ৭ দিন পরে আক্বীকা দিলে তা সদকায়ে জারিয়া হয়ে যায়। তাই চেষ্টা করবেন ৭ দিনের মধ্যেই আপনার সন্তানের জন্য আক্বীকা প্রদান করে
সুন্দর একটি নাম রাখার। তবে কারণবসত সদকায়ে জারিয়া হয়ে গেলে চিন্তার কিছুই নাই বা কখনই মন খারাপ করবেন না। বরং আপনার সন্তানের আমল নামায় চিরকালই এর জন্য অদৃশ্য একধরনের সওয়াব জেতে থাকবে। আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলে রাখি, আমরা কিন্তু সার্বক্ষনিক আপনাদের সেবাই নিয়জিত থাকি এবং আমরা এই ধরনের
আরও অনেক আর্টিকেল লিখে মানুষকে সচেতন ও সেবা প্রদান করে করে থাকি। তাই এই পোষ্টি পড়ে আপনার যদি কিঞ্চিত পরিমাণও উপকার হয়ে থাকে তাহলে এই পোষ্টি আপনি আপনার বন্ধুদের সাথে সেয়ার করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন।
স দিয়ে ছেলেদের ইসলামিক নাম
স দিয়ে ছেলেদের ইসলামিক ৩৩০ টি নাম এবং নামের অর্থ নিচে আলোচনা করা হল। সেই নামগুলি পড়ে আপনার যদি কোনো একটি নাম পছন্দ হয়ে থাকে তাহলে আপনার ছোটো সোনামনিটির জন্য রেখে দিতে পারেন।
| ক্রমিক নং | নাম | নামের অর্থ |
|---|---|---|
| ১ | সামীম | উচ্চমর্যাদা সম্পন্ন |
| ২ | সদুক | বন্ধু |
| ৩ | সিবত | বংশ ধারণ করা |
| ৪ | সাবিহ | পৌত্র |
| ৫ | সাকি | নিরব |
| ৬ | সাবকাত | অগ্রগামী |
| ৭ | সাবিন | প্রাধাণ্য |
| ৮ | সাকিল | উদার |
| ৯ | সায়াদাত | সুগন্ধি বৃক্ষ |
| ১০ | সালিম | শান্তি |
| ১১ | সুহায়ন | আলো |
| ১২ | সামেত | পুণ্যবান |
| ১৩ | সায়ের | নিরাবতা পালনকারী |
| ১৪ | সুবহী | সুন্দর |
| ১৫ | সাদাকাত | গুণ |
| ১৬ | সিফাত | অধিনায়ক |
| ১৭ | সালার | ধর্মপরায়নতা |
| ১৮ | সিনদীদ | প্রবাহমান |
| ১৯ | সালিম সাদমান | স্বাস্থ্যবান |
| ২০ | সাব্বীর | প্রশংসিত সাহায্যকারী |
| ২১ | সামীম | চরিত্রবান |
| ২২ | সদর | অত্যন্ত সত্যবাদিতা |
| ২৩ | সাদাকাত | রং |
| ২৪ | সামে | নিরাপদ |
| ২৫ | সাতি | উচ্চ |
| ২৬ | সালিক | উদার |
| ২৭ | সুহাইল আহমদ | করুনাময়ের তরবারি |
| ২৮ | সালিমুল্লাহ | সর্দার |
| ২৯ | সারওয়ার হুসাইন | সৌভাগ্যবান সত্য |
| ৩০ | সিদ্দিকুর রহমান | সত্যবাদী |
| ৩১ | সদরুদ্দিন | সত্যবাদী |
| ৩২ | সাবিহুদ্দিন | দ্বীনের কেন্দ্রস্থল |
| ৩৩ | সালেহ আহমেদ | দ্বীনের গুণ |
| ৩৪ | সাদেক হুসাইন | পুণ্যবাদী |
| ৩৫ | সফি উদ্দীন | সত্যবাদী |
| ৩৬ | সাখাওয়াত ইসলাম | ইসলামের তরবারি |
| ৩৭ | সাইফুল ইসলাম | গুণা |
| ৩৮ | সাউদ | শুভ |
| ৩৯ | সাজিদ | সিজদাকারী |
| ৪০ | সাদেকুর রহমান | দয়াময়ের সত্য বানী |
| ৪১ | সাদ্দাম হোসাইন | সুন্দর বন্ধু |
| ৪২ | সিবাগাতুল্লাহ | নেতা |
| ৪৩ | সালার | সততা |
| ৪৪ | সিদ্দীক | সত্যবাদী, একজন নবীর সাহাবীর নাম |
| ৪৫ | সাফওয়াত | খাঁটি গুণাবলি |
| ৪৬ | সুফী | প্রভাব |
| ৪৭ | সুহাইব | আধ্যাতিক সাধনা |
| ৪৮ | সাবুর | উজ্জ্বল |
| ৪৯ | সবুর | ধের্যধারণকারী |
| ৫০ | সাবীহ | সকাল |
| ৫১ | সাইফ | সর্দার,নেতা |
| ৫২ | সামেত | পুণ্যবান |
| ৫৩ | সিকান্দার | দ্রুতগামী |
| ৫৪ | সালামাত | সরলতা |
| ৫৫ | সামায়ান | রাতের গল্পকারী |
| ৫৬ | সুলাইমান | অভিবাদন |
| ৫৭ | সাম্মাক | ধাপ বা মই |
| ৫৮ | সুল্লাম | সুস্থ্য |
| ৫৯ | সৌরভ | সুবাস বা ভালো গন্ধ |
| ৬০ | সোহেল | শুকতারা |
| ৬১ | সৈয়দ | নেতা |
| ৬২ | সুলতান | রাজা |
| ৬৩ | সুমন | উত্তম মানের অধিকারী |
| ৬৪ | সুবহান | প্রশংসা |
| ৬৫ | সুজন | জ্ঞানী |
| ৬৬ | সেলিম | রিনাপদ |
| ৬৭ | সিরাজ | প্রদীপ |
| ৬৮ | সায়ান | যোগ্য |
| ৬৯ | সাদ | অভিনন্দন |
| ৭০ | সালমান | নিরাপদ |
| ৭১ | সারিম | সাহসী বা তীক্ষ্ণ |
| ৭২ | সাহিল | নদীর তীর |
| ৭৩ | সামীর | উপকারী বন্ধু |
| ৭৪ | সুহায়ন | আলো |
| ৭৫ | সানা | বর্ষার ফুল |
| ৭৬ | সাইয়িদ | নক্ষ |
| ৭৭ | সাখী | প্রদীপ বা বাতী |
| ৭৮ | সুরুব | দানশীল |
| ৭৯ | সুআদ | প্রভাব |
| ৮০ | সুয়াদী | সুখী |
| ৮১ | সুফিয়ান | দুতাবাস |
| ৮২ | সাফারাত | অতিভাগ্যবান |
| ৮৩ | সায়ীদ | ভাগ্যবান |
| ৮৪ | সাদুন | সৌভাগ্যবান |
| ৮৫ | সাদিকুল হক | যথার্থ প্রিয় |
| ৮৬ | সাদিক | সত্যবান |
| ৮৭ | সফিকুল হক | প্রকৃত গোলাম |
| ৮৮ | সামসুদ্দীন | দ্বীনের উচ্চতর |
| ৮৯ | সিরাজুল হক | প্রকৃত আলো |
| ৯০ | সমসাম | খাঁটি |
| ৯১ | সকদার | ক্ষুদ্র বা ছোটো |
| ৯২ | সদর | সত্যবাদীতা |
| ৯৩ | সদুক | বন্ধু |
| ৯৪ | সাফওয়ান | পাকপবিত্র |
| ৯৫ | সিবাহ | ধৈর্যশীল |
| ৯৬ | সাইম | রোজাদার |
| ৯৭ | সাইফ | তরবারী |
| ৯৮ | সরফরাজ | সম্মানিত |
| ৯৯ | সারিম সাদমান | স্বাস্থ্যবান |
| ১০০ | সবুজ | শ্যামল |
ছেলেদের ইসলামিক নাম ২০২৪
| ক্রমিক নং | নাম | নামের অর্থ |
|---|---|---|
| ১ | সাদিক আরিফ | সত্যবান জ্ঞানী |
| ২ | সিহাব আহমদ | অতি প্রশংসাকারী তারকা |
| ৩ | সাহরিয়ার রাশিদ | সঠিক পথে পরিচালিত রাজা |
| ৪ | সাবাব রাশিদ | সঠিক পথে পরিচালিত রাজা জীবনের শ্রেষ্ঠ |
| ৫ | সাকিল রাগিব | আকাঙ্খিত সুপুরুষ |
| ৬ | সাহরিয়ার রাগিব | আকাঙ্খিত রাজা |
| ৭ | সাহামাত রাদ | বজ্র সাহসিকতা |
| ৮ | সাদমান সালিম | আনন্দিত |
| ৯ | সাজেদুর রহমান | দয়াময়ের সামনে মস্তক অবনমিতকারী |
| ১০ | সামিন ইয়াসার | মুল্যবান সম্পদ |
| ১১ | সাকিব সালিম | দীপ্ত স্বাস্থ্যবান |
| ১২ | সাখাওয়াত হুসাইন | সুন্দর আলোবিচ্ছুরক |
| ১৩ | সৈয়দ আহমদ | প্রশংসিত ভয় প্রদর্শক |
| ১৪ | সাইফুল ইসলাম | ইসলামের প্রিয় |
| ১৫ | সাইফুল হাসান | সুন্দর কল্যাণ |
| ১৬ | সাইফুল হক | প্রকৃত তরবারী |
| ১৭ | সুলতান আহমদ | প্রশংসিত সাহায্যকারী |
| ১৮ | সিরাজুর ইসলাম | ইসলামের বিশিষ্ঠ ব্যক্তি |
| ১৯ | সিরাজুর হক | প্রকৃক আলোকবর্তিকা |
| ২০ | সারার সিহাব | উজ্জল তারকা জলক |
| ২১ | সাদমান সাকিব | আনন্দিত উজ্জল |
| ২২ | সাদাব সিপার | সবুজ বর্ণ |
| ২৩ | সাদমান সারিব | স্বাস্থ্যবান |
| ২৪ | সিতাব যাবী | দ্রুত হরিণ |
| ২৫ | সিতাব জুবার | দ্রুত মৌমাছি |
| ২৬ | সোহবাত রাগিব | আকাঙিক্ষত সঙ্গ |
| ২৭ | সাহরিয়ার মুস্তাক | আগ্রহী রাজা |
| ২৮ | সাহরিয়ার মুনেম | দয়ালু রাজা |
| ২৯ | সাহরিয়ার মাহিম | দক্ষ রাজা |
| ৩০ | সাকিল মুস্তাফা | মনোনীত সুপুরুষ |
| ৩১ | সাহরিয়ার মুস্তাফা | মনোনীত রাজা |
| ৩২ | সাহরিয়ার হামিদ | প্রশংসাকারী রাজা |
| ৩৩ | সোহবাত হামী | রক্ষাকারী সঙ্গ |
| ৩৪ | সাদাব হাসিন | সুন্দর সবুজ |
| ৩৫ | সাহাদ হাসিন | সুন্দর মধু |
| ৩৬ | সাদাব ফাতিন | সুন্দর সবুজ |
| ৩৭ | সাহরিয়ার ফারহান | প্রফুল্ল রাজা |
| ৩৮ | সাদিক ফারহান | প্রফুল্ল সত্যবান |
| ৩৯ | সাহরিয়ার ফাহিম | বুদ্ধিমান রাজা |
| ৪০ | সাকিল ফাহিম | বুদ্ধিমান সুপুরুষ |
| ৪১ | সাহরিয়ার বশির | সুসংবাদ বহনকারী রাজা |
| ৪২ | সাকিল আমজাদ | সম্মানিত সুপুরুষ |
| ৪৩ | সাকিল আতিক | সম্মানিত সুপুরুষ |
| ৪৪ | সাহরিয়ার আতিক | সম্মানিত রাজা |
| ৪৫ | সাদিক আতিক | সম্মানিত সত্যবান |
| ৪৬ | সাদিক আমজাদ | সম্মানিত সত্যবান |
| ৪৭ | সাদিক আরিফ | জ্ঞানী সত্যবান |
| ৪৮ | সালেহ আরিফ | জ্ঞানী চরিত্রবান |
| ৪৯ | সিহাব আতহার | অতি পবিত্র উজ্জর তারকা |
| ৫০ | সাহাদ আতহার | অতি পবিত্র মধু |
| ৫১ | সাহরিয়ার আহনাফ | ধর্মবিশ্বাসী রাজা |
| ৫২ | সাকিল আহনাফ | ধর্মবিশ্বাসী সুপুরুষ |
| ৫৩ | সামীন | মুল্যবান |
| ৫৪ | সাকিফ | সুসভ্য |
| ৫৫ | সাকিব | উজ্জ্বল, |
| ৫৬ | সাব্বীর আহমেদ | প্রশংসিত সাহায্যকারী |
| ৫৭ | সালিম | নিখুঁত |
| ৫৮ | সিতাব জুবার | আনন্দিত |
| ৫৯ | সাকিব সালিম | দীপ্ত স্বাস্থ্যবান |
| ৬০ | সামিন | সম্পদ |
| ৬১ | সিতাব | দ্রুত |
| ৬২ | সাহরিয়ার আরিফ | জ্ঞানী রাজা |
| ৬৩ | সাকিল আরিফ | জ্ঞানী সুপুরুষ |
| ৬৪ | সারার | ঝলক |
| ৬৫ | সাফকাত | দয়া |
| ৬৬ | সফিক | দয়ালু |
| ৬৭ | সাকিল | সুপুরুষ |
| ৬৮ | সামিম | সুঘ্রান |
| ৬৯ | সাহামাত | সাহসিকতা |
| ৭০ | সাহাদ | মধু |
| ৭১ | সাহরিয়ার | রাজা |
| ৭২ | সাদিক | সত্যবান |
| ৭৩ | সালেহ | চরিত্রবান |
| ৭৪ | সোহবাত | সঙ্গ |
| ৭৫ | সামীম | সুন্দর |
| ৭৬ | সামীহ | ক্ষমাকারী |
| ৭৭ | সাফওয়ান | স্বচ্ছ শিলা |
| ৭৮ | সারিম | স্বাস্থ্য |
| ৭৯ | সাকের | কৃতজ্ঞ |
| ৮০ | সুহাইব | যার চুল কিছুটা লালচে |
| ৮১ | সারার রাদ | বজ্র ঝলক |
| ৮২ | সিপার হাদিদ | লৌহ বর্ম |
| ৮৩ | সাইয়্যেদ | সরদার |
| ৮৪ | সাবেত | অবিচল |
| ৮৫ | সাকীব | উজ্জল |
| ৮৬ | সফওয়াত | মহান |
| ৮৭ | সামিহ | ক্ষমাকারী |
| ৮৮ | সাদাত | সৌভাগ্য |
| ৮৯ | সামীর | উপকারী |
| ৯০ | সজীব | জীবন্ত |
| ৯১ | সরোয়ার | নেতা |
| ৯২ | সাইয়েদ | কর্তা |
| ৯৩ | সুফিয়ান | রাসুলের সাহাবী |
| ৯৪ | সাহিল | উপকূল |
| ৯৫ | সাত্তার | গোপণকারী |
| ৯৬ | সানী | উন্নত |
| ৯৭ | সামী | শ্রোতা |
| ৯৮ | সামীর | বিনোদন সঙ্গী |
| ৯৯ | সালমান | নিরাপদ |
| ১০০ | সেলিম | আক্ষত |
| ১০১ | সোহাগ | আদর |
| ১০২ | সাকরান | সুকেশী |
| ১০৩ | সানদার | সুন্দর |
| ১০৪ | সান | অবস্থা |
| ১০৫ | সাবিম | শীতল |
| ১০৬ | সাবিন | মিতবর |
| ১০৭ | সামিল | ব্যাপক |
| ১০৮ | সায়েক | সুন্দর |
| ১০৯ | সালাবী | শান্ত |
| ১১০ | সাহেদ | প্রমান |
| ১১১ | সিকদার | বংশ পদবী |



গ্রীনল্যান আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়
comment url